“শো বাজির রাজনীতি” বিজেপি বিধায়কদের বিক্ষোভ নিয়ে একি বললেন মমতার মন্ত্রী! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য March 21, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সাম্প্রতিককালে বারবার করে রাজ্য বিধানসভা উত্তাল হতে দেখা গিয়েছে। যেখানে বিরোধীদের পক্ষ থেকে লাগাতার ভাবে অধিবেশন বয়কট করা হয়েছে। যেখানে তাদের বলতে দেওয়া হয় না বলে অভিযোগ করেছে গেরুয়া শিবিরের বিধায়করা। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার বিজেপির পক্ষ থেকে লাগাতার ওয়াক আউট নিয়ে যা করা হচ্ছে, সেটা শো বাজির রাজনীতি বলেই কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ববি হাকিম। প্রসঙ্গত, এদিন এই প্রসঙ্গে ববি হাকিমকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এসব হচ্ছে শো বাজির রাজনীতি। টিভিতে মুখ দেখানো ছাড়া এদের আর কিছু নয়। মানুষ তাদের কাজের জন্য এদের বিধানসভায় পাঠিয়েছে। যে রাজনীতি এখন হচ্ছে, সেটা শো এর রাজনীতি।” আপনার মতামত জানান -