এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > শ্রাদ্ধ অনুষ্ঠানের আগের দিন বাড়িতে ফিরে আসলেন করোনাতে মৃত্যু রোগী, হৈচৈ রাজ্যে

শ্রাদ্ধ অনুষ্ঠানের আগের দিন বাড়িতে ফিরে আসলেন করোনাতে মৃত্যু রোগী, হৈচৈ রাজ্যে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মৃত মানুষের শোক ভোলার কথা নয়। মৃত্যুতেই শেষ সবকিছু- আর সে কথা প্রতিদিন আমরা টের পাই। কিন্তু মৃত মানুষের বেঁচে ওঠার খবর যথেষ্ট আশ্চর্যজনক। তাঁর উপর মৃত মানুষ যদি হয় করোনায় মৃত, তাহলে তো আরো আশ্চর্যজনক ঘটনা। ঠিক সেরকমই ঘটনা ঘটেছে বিরাটিতে। শ্রাদ্ধ অনুষ্ঠানের আগের দিন করোনায় মৃত রোগী বলে যাকে মনে করা হয়েছিল, তিনি ফিরে এলেন। কিভাবে এই কান্ড ঘটল তা নিয়ে হতচকিত সবাই। বিরাটির বিদ্যাসাগর সরণির বাসিন্দা শিবনাথ ব্যানার্জি। 75 বছর বয়স্ক প্রবীণ শিবনাথবাবু সম্প্রতি করনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন জি এন আর সি হাসপাতালে।

হাসপাতাল থেকে নভেম্বরের 13 তারিখ শিবনাথবাবুর বাড়ির লোকের কাছে খবর আসে, শিবনাথ বাবুর করোনায় মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে তাঁর পরিবার। এলাকায় দেহ নিয়ে আসা হয়। নিয়ম অনুযায়ী শ্মশানে সৎকারও করা হয়। আগামীকাল রবিবার শিবনাথবাবুর শ্রাদ্ধানুষ্ঠান হওয়ার কথা, আত্মীয়স্বজন নিমন্ত্রিত। বাড়িতে প্যান্ডেলে হয়ে গিয়েছিল সেই অনুযায়ী। পরিবারের লোকেরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল। সেসময় একটি ফোন আসে হাসপাতাল থেকে শিবনাথ বাবুর পরিবারের সদস্যদের কাছে। যেখানে বলা হয়, করোনা আক্রান্ত শিবনাথবাবু সুস্থ হয়ে গিয়েছেন। তাঁকে ছেড়ে দেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যথারীতি শ্রাদ্ধানুষ্ঠান এর আগের দিন বাড়িতে ফিরে এলেন করোনায় মৃত রোগী সুস্থ হয়ে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা নাড়িয়ে দিয়েছে এলাকাবাসীকে। প্রশ্ন উঠছে, এভাবে জীবিত মানুষের বদলে মৃত মানুষ বলে কাকে দিয়ে দেওয়া হলো হাসপাতালে তরফ থেকে শিবনাথ বাবুর পরিবারকে? তাঁর তো সৎকারও হয়ে গেছে, অতএব মৃতদেহের পরিচয় কিভাবে জানা যাবে এখন এই অবস্থায়? এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালের গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। অন্যদিকে, হাসপাতালে সঙ্গে এই ঘটনার জন্য যোগাযোগ করা হলে তাঁদের পক্ষ থেকে কিছু বলা হয়না। তবে খুব স্বাভাবিকভাবেই জীবিত মানুষকে মৃত বলে চালানোর জন্য অস্বস্তির মুখে এই মুহূর্তে বিরাটির জি এন আর সি হাসপাতাল। যথারীতি শিবনাথ ব্যানার্জীর পরিবার এর মানুষরা হাসপাতালের গাফিলতিতে প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন। তবে সব ভালোর শেষ ভালো, তাঁদের পরিবারের সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!