এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > শ্রমিক স্পেশ্যাল ট্রেনেও মুনাফা প্রায় সাড়ে ৪০০ কোটি? মোদীর অস্বস্তি শতগুণ বাড়ালেন রাহুল!

শ্রমিক স্পেশ্যাল ট্রেনেও মুনাফা প্রায় সাড়ে ৪০০ কোটি? মোদীর অস্বস্তি শতগুণ বাড়ালেন রাহুল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহকালে বহু বিতর্কের মধ্যে একটি অন্যতম বিতর্কের বিষয় হল রেল। সম্প্রতি রেলকে বেসরকারিকরণ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এই নিয়ে ইতিমধ্যেই তুমুল বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কেন্দ্রীয় সরকারের দাবি, রেল পরিষেবার খাতে সরকারি কোষাগারে কোন মুনাফা আসছেনা। বরং খরচের বহর বেড়ে যাচ্ছে। কিন্তু হিসাব অন্য কথা বলছে। লকডাউন এর মধ্যেই শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে রেলের হাত দিয়ে কেন্দ্রীয় কোষাগারে ঢুকেছে প্রায় 429 কোটি টাকা।

আর এই টাকা রেল রোজগার করেছে রাজ্য সরকারগুলির কাছ থেকে। যদিও রেল সূত্রে জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিকদের নিজেদের ঘরে ফেরানোর জন্য ট্রেন চালানোর ফলে খরচ হয়েছে প্রায় 2 হাজার 182 কোটি টাকা। কিন্তু খরচের তুলনায় রোজগারের প্রসঙ্গ উঠে এসেছে বেশি। সেক্ষেত্রে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দাবি করেছেন, কেন্দ্রীয় সরকার মানুষের দুর্দশার সময়েও মুনাফা লুটতে কোনরকম ছাড় দেয়না। পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে ইতিমধ্যেই জলঘোলা হয়েছে প্রচুর।

কেন্দ্রীয় সরকার প্রথমে জানিয়েছিল, যেসব শ্রমিকরা বাড়ি ফিরতে চায় তাঁদের নিজেদেরই ভাড়া দিয়ে আসতে হবে। কিন্তু সেসময় বিরোধীরা তীব্র আপত্তি জানায় এই কথার। প্রশ্ন ওঠে, লকডাউনের কারণে নিঃস্ব হয়ে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরার রাস্তা ধরেছেন। তাহলে তাঁদের কাছে টাকা আসবে কোথা থেকে গাড়ি ভাড়া দেওয়ার মত? কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে সেসময় কংগ্রেস জানিয়ে দেয়, যদি কেন্দ্রীয় সরকার না পারে তাহলে তাঁদের দলের তরফে শ্রমিকদের ভাড়া মিটিয়ে দেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে চাপের মুখে পড়ে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়, মূল ভাড়ার 85 শতাংশ ছাড় দেবে রেল কিন্তু বাকি 15 শতাংশ রাজ্য সরকারগুলিকে মেটাতে হবে এবং সেই অনুযায়ী রাজ্য সরকারগুলি ভাড়া মেটায়। আর এই ভাড়া বাবদ রেলের আয় 429 কোটি টাকা হয়েছে বলে জানা গেছে। সবথেকে বেশি টাকা খরচ করেছে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য গুজরাট সরকার। তাঁরা রেলের হাতে 102 কোটি টাকা তুলে দিয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে মহারাষ্ট্রের তরফ থেকে দেওয়া হয়েছে 85 কোটি এবং তামিলনাড়ু দিয়েছে 34 কোটি।  কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বর্তমানে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে দেখা যায় প্রতি ক্ষেত্রে। এবারও তিনি রোজগার নিয়ে সরব হয়েছেন। এ প্রসঙ্গে তিনি একটি টুইট করেছেন। যেখানে তিনি লিখেছেন, বললেন,”দেশের উপর সংকটের কালো মেঘ। মানুষ সমস্যায় পড়েছেন। আর গরিব বিরোধী সরকার এই বিপদের সময়েও মুনাফা লুটছে।”

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রেল বেসরকারীকরণ করা নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা তীব্র ক্ষোভ জানিয়েছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতেও রেল বেসরকারিকরণ নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষরা। রেলের বেসরকারিকরণের সাথে সাথেই রেলের বহু পদ ইতিমধ্যে বিলুপ্ত হচ্ছে বলে জানা গেছে। আর তাতে রেলকর্মচারী প্রতিবাদে নেমেছেন। এই অবস্থায় রেলের বর্তমান রোজগারের বিষয়টি সামনে আসতে বেসরকারিকরণ নিয়ে আবারও সুর চড়াতে চলেছে বিরোধীরা বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!