শৃঙ্খলা রক্ষার চেষ্টা হলেও বারবার বিড়ম্বনা বাড়াচ্ছেন দিলীপ, ফের বিতর্কিত মন্তব্য! রাজ্য January 22, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। বিজেপি চেষ্টা করছে, এই নির্বাচনের সাফল্য পেয়ে বাংলার ক্ষমতা দখল করার। কিন্তু নির্বাচনী নামার আগেই যেভাবে বিজেপি নেতাদের গলায় প্রতিহিংসার সুর শোনা যাচ্ছে, তাতে রীতিমত তাজ্জব বিশেষজ্ঞরা। অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন, যেভাবে ক্ষমতায় আসার আগেই দিলীপ ঘোষ থেকে শুরু করে সায়ন্তন বসুর মত বিজেপি নেতারা দেখে নেওয়ার কথা বলছেন, তাতে তারা ক্ষমতায় আসলে অনেক কিছুই করতে পারে। এদিকে বাংলার বিজেপি নেতারা যখন প্রতিহিংসার কথা বলতে শুরু করেছেন, তখন শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তাদের দেওয়া হচ্ছে কড়া বার্তা। কোনোভাবেই যাতে নির্বাচনের আগে কেউ বেফাস মন্তব্য করে না বসেন, তার জন্য প্রতি মুহূর্তে প্রত্যেককে সতর্ক করা হচ্ছে। কিন্তু সতর্ক করাই সার। এবার ফের বিতর্কিত মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। যেখানে সবাইকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিতে শোনা গেল তাকে। সূত্রের খবর, বৃহস্পতিবার কেন্দ্রীয় কৃষি আইনের সমর্থনে সভায় উপস্থিত হন রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। আর সেখানেই তৃণমূলকে উদ্দেশ্য করে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি বলেন, “কয়েকটা পুলিশ আছে, তাই চিংড়ি মাছের মত লাফাচ্ছে। কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাবে না। বহু লোককে আমরা সিধে করেছি। বিহার, উত্তরপ্রদেশের বড় বড় মাফিয়া গুন্ডারা এখন কোথায়! হয় জেলে, না হয় রাজ্য ছেড়ে পালিয়ে গেছে। তারা এখন দিদির ছাতার তলায় এসে চমকাচ্ছে। সবাইকে দেখে নেব।” আর দিলীপ ঘোষের এই মন্তব্যকে হাতিয়ার করে এবার বিরোধীরা যে বিজেপির বিরুদ্ধে আরও বেশি করে সরব হবে, তা বলার অপেক্ষা রাখে না। অনেকেই বলতে শুরু করেছেন, দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সাধারণ নেতা নন। তিনি রাজ্য বিজেপির সভাপতি। সেদিক থেকে তার মুখ থেকেই যদি এই ধরনের বদলার সুর শোনা যায়, তাহলে নিচুতলার নেতাকর্মীরা যে অনেক ক্ষেত্রে তা বলার পাশাপাশি করে দেখাতে শুরু করবেন, সেই ব্যাপারে নিশ্চিত অনেকেই। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে বিজেপি যখন বাংলা দখলের কথা বলছে এবং বাংলার সৃষ্টি সংস্কৃতির কথা তুলে ধরছে, তখন প্রধান সেনাপতির গলায় এই ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই দাবি করছেন একাংশ। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বিশ্লেষকরা বলছেন, এবারের বিধানসভা নির্বাচনে জোরদার লড়াই হবে তৃণমূল এবং বিজিএপির মধ্যে, সেকথা কারও অজানা নয়। কিন্তু তৃণমূলের মত দলকে কুপোকাত করতে হলে বিজেপিকে যেমন সংগঠনকে মজবুত করতে হবে, ঠিক তেমনই নিজেদের নেতাদের কথায় লাগাম লাগাতে হবে। কেননা বাংলার মানুষ প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না। সেদিক থেকে ক্ষমতায় আসার আগেই যদি বিজেপি নেতারা সবাইকে দেখে নেব, এই ধরনের কথা বলতে শুরু করেন, তাহলে মানুষ কিভাবে সেই বিজেপির প্রতি ভরসা পাবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই বারবার শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বাংলার বিজেপি নেতাদের মুখে লাগানোর কথা বলা হলেও, দিলীপ ঘোষ যে কোনোমতেই হুঁশিয়ারি এবং হুঙ্কারের বার্তা থেকে সরে আসছেন না, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। তবে তার এই লাগাতার বিতর্কিত এবং বিস্ফোরক মন্তব্য আগামী দিনে বিজেপিকে কতটা অস্বস্তিতে ফেলে দেয়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -