এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শৃঙ্খলা রক্ষাই প্রধান কর্তব্য, উভয়পক্ষকে কড়া বার্তা তৃণমূলের !

শৃঙ্খলা রক্ষাই প্রধান কর্তব্য, উভয়পক্ষকে কড়া বার্তা তৃণমূলের !

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডহারবার মডেল নিয়ে সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে ক্রমাগত অস্বস্তি বাড়ছে তৃণমূলের মধ্যে। মন্তব্য, পাল্টা মন্তব্যে রীতিমতো জেরবার ঘাসফুল শিবির। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে ময়দানে নামলেন তৃণমূল মহাসচিব তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রীতিমতো সাংবাদিক বৈঠক করে সব পক্ষকে সংযত থাকার বার্তা দিলেন তিনি। শুধু তাই নয়, দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললে শৃঙ্খলা রক্ষা কমিটি যে ব্যবস্থা নেবে, সেই কথাও মনে করিয়ে দিলেন পার্থবাবু। অর্থাৎ পরিস্থিতি যে ক্রমেই আয়ত্তের বাইরে বেরিয়ে যাচ্ছে এবং এখন থেকেই হাল না ধরলে যে তা আরও বিপদজনক হতে পারে, তা বুঝতে পেরেই শেষ পর্যন্ত সাংবাদিক বৈঠক করে এই বিবৃতি দিতে হলো পার্থ চট্টোপাধ্যায়কে বলেই মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, শনিবার একটি সাংবাদিক বৈঠক করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, “দলের কয়েকজন বিবৃতি, পাল্টা বিবৃতি আমাদের নজরে এসেছে। সোশ্যাল মিডিয়াতে এমন কিছু পোস্ট করছেন, যা দলের ভাবমূর্তিকে আঘাত করছে। এই রকম বিভিন্ন রকম বিবৃতি প্রদানের পর যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে, আমরা প্রত্যেকটি বিষয়কে নজরে এনেছি। আজকের পর থেকে শৃংখলা রক্ষা কমিটি এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, আজকের পর থেকে যারা বিবৃতি দেবেন, বা দলের ভাবমূর্তিতে আঘাত করবে, এমন কোনো কাজ করবেন, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা রক্ষা কমিটি কঠোর সিদ্ধান্ত নেবে। যারা ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন, তাদের বিষয়গুলো শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে আনা হবে। এই বিষয়ে আমাদের যা করার, তা করব। কারও কোনো বক্তব্য থাকলে দলের অভ্যন্তরে আলাপ-আলোচনা করুন। কর্মী নেতাদের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করা হচ্ছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করছে। আমি অনুরোধ করব, সমস্ত রকম মন্তব্য বিবৃতি বন্ধ করুন। যারা দলের আদর্শের প্রতি বিশ্বাসী, তাদের সকলের কাছে আমার আবেদন, এইগুলো বন্ধ করতে হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, প্রথমে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে কটাক্ষ এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ অবলম্বন করে মদন মিত্র থেকে শুরু করে আরও একাধিক হেভিওয়েটের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ। যাকে কেন্দ্র করে রীতিমতো আড়াআড়ি ভাবে ভাগ হতে বসেছিল তৃণমূল কংগ্রেস। তাই এই পরিস্থিতিতে সকলকে সতর্ক করে দিয়ে প্রকাশ্যে মুখ খোলা থেকে বিরত থাকতে বললেন পার্থ চট্টোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!