এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শৃঙ্খলাভঙ্গে কড়া পদক্ষেপ বিজেপির ! বহিষ্কার হলেন এই হেভিওয়েটরা ! জেনে নিন !

শৃঙ্খলাভঙ্গে কড়া পদক্ষেপ বিজেপির ! বহিষ্কার হলেন এই হেভিওয়েটরা ! জেনে নিন !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  আবারো রাজ্যে বিজেপিতে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ শুরু , যার ফলে এদিন জেলা সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন দলের বিক্ষুব্ধ নেতারা ।এই পরিস্থিতিতে এবার দল বিরোধী কাজের অভিযোগে বিজেপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করল জলপাইগুড়ি জেলা বিজেপি, যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন বিজেপি জেলা নেতৃত্বের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে । এই প্রসঙ্গে গত বৃহস্পতিবার সংবাদমাধ্যমে একটি বিজ্ঞপ্তি জারি করে এই বহিষ্কারের কথা জানালো জলপাইগুড়ি জেলা বিজেপি নেতৃত্ব ।দল থেকে বহিষ্কৃত ওই চার নিজেপি নেতারা হলেন  ধুপগুড়ি টাউন মণ্ডলের সহসভাপতি তপন মোহন্ত, ধুপগুড়ি প্রাক্তন পশ্চিম মণ্ডল সভাপতি গৌতম সরকার , জেলা কমিটির প্রাক্তন সম্পাদক অনুপ পাল এবং জলপাইগুড়ি জেলা কমিটির প্রাক্তন সহসভাপতি অলোক চক্রবর্তী ।

তবে এই প্রসঙ্গে বহিস্কৃত নেতা অলোক চক্রবর্তী জানান ”জেলা কমিটির প্যাডে সংবাদমাধ্যমকে চিঠি লিখে বহিষ্কার করা হয়েছে। আমি বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানাব। জেলার কয়েকটা লোক আমাকে বহিষ্কার করেছে। এটা রাজ্য নেতৃত্বের কোনও সিদ্ধান্ত নয়। বিজেপি ছিলাম বিজেপিতেই থাকব ” । সেই সাথে বহিস্কৃত বিজেপি নেতা অনুপ পাল অভিযোগ করে জানান  ”জেলা সভাপতি বাপী গোস্বামীর বিরুদ্ধে কথা বলাতেই আমাদের সরিয়ে দেওয়া হল। জেলা সভাপতি নিজে সই করে বহিষ্কার করলেন না। লোক দিয়ে সাসপেন্ড করা হল।” সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!