এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু বেইমান, বিশ্বাসঘাতক- প্রবল আক্রমণ তৃণমূল নেতার

শুভেন্দু বেইমান, বিশ্বাসঘাতক- প্রবল আক্রমণ তৃণমূল নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ দিনভর নেতাই উত্তপ্ত হয়ে রইল রাজনৈতিক বাক্যবাণে। সম্প্রতি তৃণমূল শিবির থেকে দীর্ঘ টালবাহানার পর বেরিয়ে গিয়েছেন অন্যতম তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। যিনি বর্তমানে গেরুয়া শিবিরে নিজের উল্লেখযোগ্য জায়গা করে নিতে ব্যস্ত। 2021 এর নির্বাচনের পরিপ্রেক্ষিতে এবার সেই শুভেন্দু অধিকারীকেই বিশ্বাসঘাতক,বেইমান আখ্যা দিয়ে তাঁকে নেতাইয়ের মঞ্চ থেকে প্রবল আক্রমণ করলেন অন্যতম তৃণমূল নেতা মদন মিত্র। 2021 এর বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে তৃণমূল এবং বিজেপির লড়াইয়ের থেকে এখন বড় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল বনাম শুভেন্দু অধিকারীর লড়াই।

আর সে কথা এক বাক্যে মেনে নিচ্ছেন রাজনৈতিক মহলের অনেকেই। এদিন নেতাইতে রাজনৈতিক সভা করতে এসে তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা মদন মিত্র রীতিমতো হুঁশিয়ারি দিলেন তৃণমূলের অন্যান্য নেতাদের যাতে তাঁরা কেউ শুভেন্দু অধিকারীর সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক না রাখেন। স্পষ্ট ভাষায় মদন মিত্র এদিনের সভায় জানান, শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোন নেতা যোগাযোগ করেন এবং সে খবর যদি তৃণমূল শীর্ষনেতাদের কানে আসে তাহলে কিন্তু যোগাযোগকারী নেতাদের কলকাতায় ঢুকতে দেওয়া হবেনা। প্রসঙ্গত এই এলাকাগুলি শুভেন্দুর গড় বলেই পরিচিত। পাশাপাশি এই এলাকাগুলিতে শুভেন্দুর অনুগামীর সংখ্যাও নেহাত কম নয়।

মদন মিত্রের তীব্র হুঁশিয়ারি এদিন রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল শিবিরে বর্তমানে কিন্তু ক্রমশ বেড়ে চলেছে বেসুরো নেতাদের কোলাহল। এক্ষেত্রে মদন মিত্রের এরকম হুঁশিয়ারি কার্যত হিতে বিপরীত না হয়ে যায় বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে মদন মিত্র এদিন শুভেন্দু অধিকারীকে প্রবল ভাবে আক্রমণ করেছেন। একদিকে যেমন তীব্র কটাক্ষ করে মদন মিত্র শুভেন্দু অধিকারীকে স্পষ্ট ভাষায় বলেন, মিথ্যে বলার জন্য মহাভারতের যুধিষ্ঠিরকেও শাস্তি পেতে হয়েছিল। সেক্ষেত্রে শুভেন্দু যেভাবে মিথ্যে বলে চলেছেন, তারও কোনো ক্ষমা নেই। শাস্তি তাঁকেও পেতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি মদন মিত্র এদিনই শুভেন্দুর মন্তব্যকে কোট করে প্রশ্ন ছুঁড়ে দেন, শুভেন্দু যেভাবে তৃণমূলকে ঘেন্না করার কথা বলেছেন, ঠিক সেভাবেই তিনি তাঁর বাবাকেও কিংবা তাঁর পরিবারের অন্যদেরকেও কি ঘেন্না করেন? প্রসঙ্গত শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী এবং তাঁর দাদা দিব্যেন্দু অধিকারী এখনো পর্যন্ত তৃণমূলেই রয়েছেন। পাশাপাশি মদন মিত্র তীব্র কটাক্ষ করে শুভেন্দুকে এদিন বলেন, শুভেন্দু যেভাবে বিশ্বাসঘাতকতা করেছে তার জন্য তাঁকে নোবেল দেওয়া উচিত। এদিনের সভা থেকে মদন মিত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। যেভাবে তৃণমূল নেত্রী রাজনৈতিক মঞ্চের সামনের সারিতে উঠে আসেন তার বর্ণনা দেন।

পাশাপাশি শুভেন্দুকে মোকাবিলা করার জন্য এদিন খোলামঞ্চ থেকে মদন মিত্র পার্থ চট্টোপাধ্যায় এর কাছে অনুমতি চান এবং শুভেন্দুকে রীতিমতো চ্যালেঞ্জ করেন। সব মিলিয়ে নেতাইয়ের সভা নিয়ে আজ দিনভর উত্তপ্ত রইল বাংলার রাজনীতি। অন্যদিকে শুভেন্দু অধিকারী অবশ্য এখনো পর্যন্ত মদন মিত্রের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে একুশের বিধানসভা নির্বাচন যে তৃণমূল বা বিজেপি কারো পক্ষেই খুব একটা সহজ হবে না, সে কথা 100% নিশ্চিত ভাবে মনে করছেন রাজনীতির কারবারিরা। আর তাই একে অপরকে তীব্র আক্রমণ এর মধ্যে দিয়েই রাজনৈতিক জমি শক্ত করতে চাইছেন রাজনৈতিক দলগুলি বলে মনে করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!