এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু গড়ে জমজমাট তৃণমূল-বিজেপির লড়াই, তবে অস্বস্তির কাঁটা কিন্তু গেরুয়া অন্তর্কলহ

শুভেন্দু গড়ে জমজমাট তৃণমূল-বিজেপির লড়াই, তবে অস্বস্তির কাঁটা কিন্তু গেরুয়া অন্তর্কলহ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার রাজনৈতিক যুদ্ধের প্রেক্ষাপটে মেদিনীপুরের নন্দীগ্রাম এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম। গতকাল নন্দীগ্রাম থেকে হাঈভোল্টেজ সভা করে গেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই সভা থেকেই তৃণমূল সুপ্রিমো ঘোষণা করেছেন, আগামী বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম থেকে লড়াই করবেন। যথারীতি তৃণমূল নেত্রীর এই ঘোষণায় রাজ্য রাজনীতিতে যে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে সেকথা বলাইবাহুল্য। অবশ্য তৃণমূল নেত্রীর জবাবে নন্দীগ্রামের আরেক দাবিদার বর্তমান বিজেপি শিবিরের অন্যতম যোদ্ধা শুভেন্দু অধিকারীও ছেড়ে কথা বলেননি। তবে নন্দীগ্রামে আদি এবং নব্য বিজেপির লড়াই তীব্র অস্বস্তি জিইয়ে রাখল বিজেপি শিবিরে।

গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের পাশে দাঁড়িয়ে অর্থাৎ দক্ষিণ কলকাতার দলীয় মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাফ লাখ ভোটে হারাতে প্রস্তুত বিজেপি। এদিকে নন্দীগ্রামে আজ হতে চলেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আরও একটি হাইভোল্টেজ সভা। আর এই দেখেই রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, তৃণমূল বনাম বিজেপির লড়াই বর্তমানে পরিণত হয়েছে মমতা বনাম শুভেন্দুর লড়াইতে। তবে গেরুয়া শিবিরেও কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের কালোমেঘ বর্তমান। ইতিমধ্যেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর আগের সভায় কি ঘটেছিল তা সবার জানা।

আর এবারেও শুভেন্দু অধিকারীর সভা ঘিরে টানটান উত্তেজনা। শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীরা বিজেপিতে আসায় স্বাভাবিকভাবেই দলের আদি নেতারা ক্ষুব্ধ। সংবাদ সূত্রে জানা যাচ্ছে, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিজেপিতে আসায় ধীরে ধীরে গেরুয়া শিবিরের অন্দরে ক্ষোভ বাড়ছে নীচুতলার কর্মীদের। সূত্রের খবর, আমদাবাদ -১ পঞ্চায়েত সুবাদী গ্রামের বিজেপির নেতা কর্মীদের একাংশ শুভেন্দু ও তাঁর সঙ্গে বিজেপিতে আশা শুভেন্দু অনুগামী বলে পরিচিতদের নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিক্ষোভকারীরা জানিয়েছেন, শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে থাকেন তাহলে নন্দীগ্রাম থেকেই 12 জন বিজেপি বুথ সভাপতি পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে। কারণ খুঁজতে গিয়ে জানা যাচ্ছে, নন্দীগ্রামের বিক্ষোভরত বিজেপি কর্মীদের দাবী, যারা এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরাই একসময় পুরনো বিজেপি কর্মীদের ওপরে অত্যাচার চালিয়েছে, মিথ্যা মামলায় ফাঁসিয়েছে আদি বিজেপি কর্মীদের, বহু মামলা এখনো চলছে বলে দাবি করেছেন পুরনো বিজেপি কর্মীরা।

খুব স্বাভাবিকভাবেই নন্দীগ্রাম যে ক্রমশ গেরুয়া শিবিরের কাছে অস্বস্তির অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে সে কথা বলাই বাহুল্য। এর আগে কৈলাস বিজয়বর্গীয়র সামনে নন্দীগ্রাম দেখিয়ে দিয়েছে তাঁদের মনোভাব। এই অবস্থায় আবারও আজকে নন্দীগ্রামে বিজেপির সমাবেশ আর সেখানে বার্তা দেবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে আজকেও কি নতুন করে ক্ষোভের প্রকাশ হবে? টানটান উত্তেজনা চলছে এখন নন্দীগ্রামকে ঘিরে। তবে সবকিছু মাথায় রেখে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে কি বার্তা দেন, সেদিকেই এখন নজর সবার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!