এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু অধিকারীর আমিত্ব সমেত সিঁড়ি ভাঙা প্রসঙ্গে মুখ খুললেন ফিরহাদ

শুভেন্দু অধিকারীর আমিত্ব সমেত সিঁড়ি ভাঙা প্রসঙ্গে মুখ খুললেন ফিরহাদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজনৈতিক মহলে শুভেন্দু অধিকারীকে নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল শিবিরের দূরত্ব স্পষ্ট হচ্ছে। রাজনৈতিক মহলের অনেকেই দাবি তুলেছেন, পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যেখানে শুভেন্দু অধিকারী কিন্তু যে কোন মুহূর্তে অনুগামীদের নিয়ে দল ছাড়তে পারেন। দলের অন্দরেও শোনা যাচ্ছে বিভিন্ন জল্পনা। এই পরিস্থিতিতে তৃণমূলের অন্যতম নেতা ফিরহাদ হাকিমের সঙ্গেও শুভেন্দু অধিকারীর দূরত্ব বেড়েছে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী পরোক্ষে শাসক দলকে কড়া বার্তা দিয়েছেন। এমনকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি ছাড়েননি, আমিত্ব নিয়ে খোঁচা দিয়েছিলেন তাঁকে।

আবার পাল্টা শুভেন্দু জানিয়েছিলেন প্যারাসুটে বা লিফট ব্যবহার না করে তিনি সিঁড়ি ভেঙে রাজনৈতিক মঞ্চের এই জায়গায় এসেছেন। নন্দীগ্রামে এদিন শুভেন্দু অধিকারীর সভা এবং তৃণমূল শিবিরের সভা ঘিরে তুমুল উত্তেজনা বাংলার রাজনৈতিক মহলে। অন্যদিকে নন্দীগ্রামে তৃণমূলের মধ্যে থেকে শুভেন্দু অধিকারীর কথার পাল্টা প্রতিক্রিয়া দিলেন এদিন ফিরহাদ হাকিম। তিনি তাঁর বার্তায় স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলনেত্রীকে অস্বীকার করে তৃণমূলের কারোরই কোনো অস্তিত্ব থাকবে না। ফিরহাদ হাকিম এদিন বলেন, তাঁরা যে সিঁড়ি দিয়ে রাজনৈতিক মহলের উপরে উঠেছেন, সেই সিঁড়ি কিন্তু তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক মহলের অনেকেরই মত শুভেন্দুর সিঁড়ি ভাঙা মন্তব্যের পাল্টা এদিন দিলেন ফিরহাদ হাকিম। পাশাপাশি ফিরহাদ হাকিম এদিন শুভেন্দুকে বার্তা দেন মমতার আন্দোলন ভুলে মন্ত্রিসভায় থাকার তাঁদের কোনো অধিকার নেই। এদিন শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করেই ফিরহাদ হাকিম বলেন, নন্দীগ্রামের আন্দোলন তৃণমূলের অধিকার। পারতপক্ষে কারো একার আন্দোলন নয় বলেই দাবি করেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, এ ক্ষেত্রেও তিনি শুভেন্দু অধিকারীকে নাম না করেই কটাক্ষ করলেন। শুভেন্দু অধিকারী যেভাবে রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমিত্ব নিয়ে খোঁচা দিয়েছিলেন, এদিন একইভাবে ফিরহাদ হাকিমও দলগত শক্তির প্রসঙ্গ তোলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফিরহাদ হাকিম এদিন বলেন, একা কোনো কিছু করা যাবে না বা এমন কিছু করা যাবে না যাতে বিজেপির হাত শক্ত হয়। তবে শুভেন্দুর সুরে সুর মিলিয়ে এদিন ফিরহাদ হাকিমও আমিত্ব বর্জনের কথাই বলেন। অন্যদিকে ফিরহাদ হাকিম এদিন জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করে যারা বিজেপির হাত শক্ত করতে চাইছে তাঁরা কিন্তু পারতপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দুর্বল করছে, মানুষের ক্ষতি করছে, তাঁরা ভুল করছেন। প্রসঙ্গত, একুশের নির্বাচনের আগে যে ব্যাপক দলবদল হচ্ছে গেরুয়া শিবিরে ফিরহাদ হাকিম সে দিকেই ইঙ্গিত করলেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে নিয়ে সম্প্রতি জল্পনা তৈরি হয়েছে তিনি গেরুয়া শিবিরে যেতে পারেন।

তা মাথায় রেখেই ফিরহাদ হাকিম বিবৃতি দিয়েছেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, জনপ্রিয় তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের এবং দলনেত্রীর দূরত্বের কারণে বিভিন্ন জায়গায় ইদানীং সমস্যার সৃষ্টি হচ্ছে। শুভেন্দু অধিকারী এবং ফিরহাদ হাকিমের বাকবিতণ্ডা আগেও হয়েছে। তবে এদিন নন্দীগ্রাম থেকে যেভাবে শুভেন্দু অধিকারী এবং ফিরহাদ হাকিম নাম না করে একে অপরকে খোঁচা দিলেন, তা রাজ্য রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একুশের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলের যে ফাটল তৈরি হয়েছে, তা কিন্তু যথেষ্ট প্রভাব ফেলবে আগামী দিনে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!