এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর দলবদলের ইঙ্গিতে কি ব্যাকফুটে অনুব্রত? নতুন পদক্ষেপে তীব্র জল্পনা শুরু রাজ্য জুড়ে

শুভেন্দুর দলবদলের ইঙ্গিতে কি ব্যাকফুটে অনুব্রত? নতুন পদক্ষেপে তীব্র জল্পনা শুরু রাজ্য জুড়ে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীর দলবদল নিয়ে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। রাজ্যের অন্যতম তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী যিনি রাজ্যের মন্ত্রীসভার অন্যতম সদস্য ছিলেন। সম্প্রতি তিনি মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়েছেন। আর এরপরেই জল্পনা আরো বেড়ে উঠেছে। তবে মন্ত্রিত্ব ছাড়লেও যেহেতু তিনি এখনও দলে রয়ে গিয়েছেন, তাই তার দলে থাকার আশা এখনো টিমটিম করে জ্বলছে। আর সে দিকে ইঙ্গিত দিয়েই এবার শুভেন্দু অধিকারীর দলবদলের বিষয়টি নিয়ে পুরোপুরি মুখে কুলুপ আঁটলেন অনুব্রত মণ্ডল। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে এখনো জল্পনা অব্যাহত।

যদিও শুভেন্দু মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিলেও দল কিংবা বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি, আর সেই কারণেই রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের মান-অভিমানের পালা কিন্তু মিটেও যেতে পারে। আর ঠিক একই কারণে বিধায়ক শুভেন্দু অধিকারী প্রসঙ্গে কোন রকম মন্তব্য করেননি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু রাজ্যের অন্যতম নেতা তথা তৃণমূল নেত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু নাম না করেই শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন সোমবার। সোমবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের মাজিগ্রামে এক দলীয় প্রতিনিধি সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

আর সেখানেই সাংবাদিকদের শুভেন্দু বিষয়ক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুভেন্দু অধিকারী একজন রাজ্য নেতা। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যে রাজ্য নেতা সে কথা বলেন তিনি। আর তাই অনুব্রত মন্ডল যে দু’জনের কারোর কথার মধ্যেই ঢুকতে চাননা, সে কথা স্পষ্ট করেন। পাশাপাশি অনুব্রত মণ্ডল জানান, শুভেন্দু অধিকারী এখনো দল ছাড়েননি। দলের সাথেই তিনি যেহেতু রয়েছেন, তাই তাঁকে নিয়ে এই মুহূর্তে কোন রকম মন্তব্য করবেন না অনুব্রত। গত কয়েক দিন যাবত তৃণমূলের প্রাক্তন সাংসদ সৌগত রায়ের গলাতেও একই সুর। প্রসঙ্গত, সৌগত রায় শুভেন্দু অধিকারী এবং তৃণমূল শিবিরের মধ্যে এই মুহূর্তে সেতুর কাজ করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এদিন মাজিগ্রামে বিশ্বেশ্বরী হাইস্কুলে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। মঙ্গলকোট বিধানসভার মাজিগ্রাম, ভাল্যগ্রাম ও আলমপুর পঞ্চায়েত এলাকার দলীয় কর্মীদের নিয়ে বুথ ভিত্তিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, মঙ্গলকোট ব্লক তৃণমূল সভাপতি অপূর্ব রায় চৌধুরী, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির প্রধান সিরাজুল হক সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন বীরভূমে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সমস্ত জনপ্রতিনিধিদের সঙ্গে দলের সাংগঠনিক বিষয়ে খোঁজ-খবর নেন বলে জানা গিয়েছে।

পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি মানুষের সাথে থেকে কাজ করার কথা বলেন। অন্যদিকে শুভেন্দু অধিকারীর মন্ত্রীত্ব ছাড়ার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোড়ন। একের পর এক পদ ছাড়া শুরু হতেই তীব্র জল্পনা শুরু হয়েছে যে শুভেন্দু অধিকারী যে কোন মুহূর্তে এবার তৃণমূল শিবির ছেড়ে বেরিয়ে যাবেন। দীর্ঘদিন ধরেই শুভেন্দু দলীয় ছত্রছায়ার বাইরে গিয়ে নিজস্ব অনুগামীদের নিয়ে সভা করছেন, মিছিল করছেন। আর এবার বাংলার রাজনীতিতে একুশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী যদি দলবদল করেন, তাহলে তা রাজ্যের শাসক শিবিরকে বেকায়দায় ফেলতে যথেষ্ট বলে মনে করেন বিশেষজ্ঞরা।

তবে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর দলবদল নিয়ে রাজ্যের শাসক শিবিরের কোনো নেতাই বিশেষ কোনো মন্তব্য করতে রাজি নন। কারণ প্রত্যেকেই আশা রাখছেন, শুভেন্দু অধিকারীর সাথে তৃণমূলের শত যোজন দূরত্ব হয়তো মিটেও যেতে পারে। তৃণমূল শিবিরের অনেকেই শুভেন্দুকে হারাতে রাজি নন বলেই জানা যাচ্ছে। রাজনৈতিক মহলের অনেকেই দাবী করছেন, শুভেন্দু অধিকারী একজন দক্ষ সংগঠক। এহেন সংগঠককে হাতছাড়া করতে নারাজ তৃণমূল। এদিকে শুভেন্দুর বিবিধ শর্ত- সব মিলিয়ে একুশের বিধানসভার থেকেও তৃণমূলের কাছে এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে শুভেন্দুকে আটকানো। আর সেক্ষেত্রে তৃণমূলের বড়  নেতারা এইমুহুর্তে চুপ থাকাই শ্রেয় বলে মনে করছেন।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!