এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুভেন্দুর হাত ধরে বিজেপির ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা, বিভিন্ন পরিকল্পনায় ব্যস্ত গেরুয়া শিবির

শুভেন্দুর হাত ধরে বিজেপির ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা, বিভিন্ন পরিকল্পনায় ব্যস্ত গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির রাজ্যের ক্ষমতা দখল করতে না পারলেও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কিন্তু কড়া টক্কর দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং নন্দীগ্রাম থেকে তিনি বিধায়ক হিসেবে উঠে এসেছেন। কার্যত এরই পুরস্কারস্বরূপ তাঁকে বিরোধী দলনেতার সম্মান দেওয়া হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আজকে হেস্টিংসের ভেতরে বিজেপির কার্যকারিণী বৈঠকেও উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা হিসেবে তিনি যে বক্তব্য রেখেছেন, তা যথেষ্ট উল্লেখযোগ্য। প্রথমত, 200 আসনের লক্ষ্যমাত্রা রেখে কেন দল হেরে গেল তা নিয়ে শুভেন্দু অধিকারী বিধানসভা ধরে ধরে ময়নাতদন্তের কথা বলেন।

এই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও তিনি আলোচনা চান বলে জানিয়েছেন। অন্যদিকে গেরুয়া শিবির সূত্রে জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারী নাম না করে প্রত্যেককে নিজের এলাকায় সময় দেওয়ার কথা বলেছেন। তবে বিজেপির হারের কারণ সংক্রান্ত কোন বিষয় আজকের বৈঠকে না থাকা সত্বেও শুভেন্দু নিজের বক্তব্যে ব্যক্তিগতভাবে বিষয়টি উত্থাপন করেন বলে জানা গেছে। পাশাপাশি শুভেন্দু অধিকারী ইচ্ছা প্রকাশ করেছেন, তিনি খুব তাড়াতাড়ি নতুন বিজেপি বিধায়কদের জন্য একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে চান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং সেখানে কিভাবে শাসকদলের মোকাবিলা করতে হবে তা শেখানো হবে নতুন বিধায়কদের। পাশাপাশি এই শিবিরের উদ্বোধনে শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকেও উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে শিবিরের প্রশিক্ষক হিসেবে তিনি বেশ কয়েকজন বিধায়কের নাম তুলেছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন মনোজ টিগ্গা, সব্যসাচী দত্ত, জটু লাহিড়ি। প্রসঙ্গত, এর আগে বিজেপির বহু বৈঠকে শুভেন্দু অধিকারী থাকলেও সাংগঠনিক বৈঠকে এই প্রথম তাঁর উপস্থিতি যে  নজর কেড়েছে তা বলাইবাহুল্য।

শুভেন্দু অধিকারী অল্পদিনের মধ্যেই বিজেপি তাঁকে যে গুরুত্ব দিয়েছে তার জন্য দলীয় নেতৃত্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে গেরুয়া শিবিরের অন্যতম অস্বস্তি দলের ভাঙন। উত্তরবঙ্গের মতন বিজেপির ঘাঁটি থেকে প্রায় দিনই ভাঙন হয়ে চলেছে। দক্ষিণবঙ্গেও কম কিছু হচ্ছেনা। এই পরিস্থিতি আটকাতে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে এবার কি পদক্ষেপ গ্রহণ করেন, সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!