শুভেন্দুর মিছিল থেকে আপত্তিজনক স্লোগান, রাজ্য জুড়ে বিতর্কের ঝড় বিজেপি রাজনীতি রাজ্য হাওড়া-হুগলি January 21, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্য জুড়ে শুরু হয়েছে একের পর এক বিতর্ক। কখনো তৃণমূল শিবিরের, কখনো গেরুয়া শিবিরের বিতর্কের ধারা অব্যাহত। তৃণমূল শিবির থেকে কিছুদিন আগেই গেরুয়া শিবিরে প্রবেশ করেছেন শুভেন্দু অধিকারী আর তারপরেই তিনি পুরোপুরি মমতা বিরোধী হয়ে নেমেছেন রাজনৈতিক ময়দানে। একুশের বিধানসভা নির্বাচন জেতার জন্য মরিয়া গেরুয়া শিবির। তার জন্যই জেলায় জেলায় শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতারা জোর দিয়েছেন প্রচারপর্বে। সেই সূত্রেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মিছিল ছিল আজ হুগলি জেলার চন্দননগরে। কিন্তু সেই মিছিল ঘিরেও শুরু হলো নতুন বিতর্ক। সূত্রের খবর, মিছিল থেকে হঠাৎ করে স্লোগান ওঠে ‘গোলি মারো’। দীর্ঘদিন পর এই স্লোগান সামনে আসায় যথারীতি গেরুয়া শিবিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। বুধবার চন্দননগরের রোড শোয় শুভেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, স্বপন দাশগুপ্ত সহ অন্যান্যরা। রোড শো যখন ভালোই চলছিলো, ঠিক সে সময় মিছিলের মধ্য থেকে কয়েকজন হঠাৎ করেই ‘গোলি মারো’ স্লোগান তোলে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায়। গত লোকসভা নির্বাচনের আগেও বিজেপির এরকমই একটি মিছিল থেকে শোনা গিয়েছিল ‘গোলি মারো’ আওয়াজ। যার ফলস্বরূপ দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। এ ধরনের স্লোগানের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে উঠেছিল প্রতিবাদের ঝড়। খুব স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মিছিল থেকে এ ধরনের স্লোগান গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তির মুখে ফেলেছে বলে মনে করা হচ্ছে। যদিও ভীড়ের মধ্যে কে বা কারা এই স্লোগান দিয়েছে, তা বিজেপি নেতা নেত্রীরা অবহিত নন। আজকের ঘটনা নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছেন, এ ধরনের শব্দবন্ধকে কোন মতেই সমর্থন করেনা গেরুয়া শিবির। তাই যে বা যারা মিছিল থেকে এ ধরনের স্লোগান দিয়েছে, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, মঙ্গলবার দক্ষিণ কলকাতার তৃণমূলের যে শান্তি মিছিল হয়েছিল, সেখানেও হঠাৎ করে প্রায় একই ধাঁচের স্লোগান শোনা গিয়েছিল। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - রাজ্যের শাসক দলের মিছিল থেকে এ ধরনের স্লোগান ওঠা মোটেই ভাল চোখে দেখেনি বিরোধীরা। যথারীতি রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তীব্র সমালোচনা চালায় বাম ও কংগ্রেস, পাশাপাশি গেরুয়া শিবিরও। যথারীতি বাম ও কংগ্রেস, বিজেপির সঙ্গে তৃণমূলের মিল খুঁজে পান। তবে আজকের ‘গোলি মারো’ স্লোগান নিয়েও তীব্র সমালোচনা করেছে তৃণমূল। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন, এবার গেরুয়া শিবির থেকে যে স্লোগান উঠলো তার কি ব্যবস্থা গ্রহণ করে বিজেপি সেটাই দেখার। অন্যদিকে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, বিধানসভা নির্বাচন যত কাছে আসছে, ততই কিন্তু পরিস্থিতি উত্তেজক হয়ে উঠছে এবং এই উত্তেজনার কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে চাপান-উতোর বাড়বে বৈ কমবেনা। সেক্ষেত্রে, আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যজুড়ে হিংসার ঘটনা বেড়ে চলা অস্বাভাবিক নয়। তবে রাজ্যে যাতে কোনরকম হিংসাত্মক ঘটনা না হয়, তার জন্য ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে লড়াই যে ক্রমশ জমজমাট হচ্ছে, সে ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল। আপনার মতামত জানান -