এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার মাঝেই এবার তাঁর অনুগামীদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন!

শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার মাঝেই এবার তাঁর অনুগামীদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন যাবৎ বাংলার ররাজনীতিতে অন্যতম উল্লেখযোগ্য খবর হয়ে উঠেছে তৃণমূলের অন্যতম সেনাপতি শুভেন্দু অধিকারীর সঙ্গে শাসক দল তৃণমূল ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বাড়তে থাকা দূরত্ব। ইতিমধ্যেই রাজনৈতিক সমালোচকরা তীব্র আলোচনা শুরু করেছেন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা চলার মাঝেই এবার নতুন করে প্রশ্ন উঠেছে শুভেন্দু অধিকারীর অনুগামীদের নিয়ে। কয়েক দিন আগেই ‘আমরা দাদার সঙ্গে আছি’ নামক একটি পোস্টার চোখে পড়েছিল সবার।

কিন্তু শনিবার রাত থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর অনুগামীদের ভবিষ্যৎ তাঁরা নিজেরাই ঠিক করে নিলেন বলে মনে করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলার জেলা সভাধিপতি হলেন মোশাররফ হোসেন ওরফে মধু। ফেসবুক কিংবা হোয়াটস্যাপে শুভেন্দুর যে ছবি চোখে পড়ছে সেখানে ছবির ক্যাপশন হিসাবে রয়েছে ‘দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি’। তারই নিচে বেশ কয়েক জায়গায় চোখে পড়ছে মোশারফ হোসেনের ছবি। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, এবার কি একদা কংগ্রেসের ও বর্তমান তৃণমূলের অন্যতম নেতা মোশারফ হোসেনও কি তৃণমূল ছাড়ার পরিকল্পনা করছেন শুভেন্দু অধিকারীর হাত ধরে?

অন্যদিকে এ প্রসঙ্গে জেলা সভাধিপতি মোশারফ হোসেনকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, শুভেন্দু অধিকারীকেই তিনি রাজনৈতিক গুরু হিসেবে মানেন। তাই শুভেন্দু অধিকারীর সঙ্গেই তিনি থাকতে চান। তবে দল বদলানোর ব্যাপারে তিনি স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি। অন্যদিকে মোশারফ ঘনিষ্ঠ জেলা পরিষদ সদস্য সঞ্জয় হালদারও জানিয়েছেন, মোশারফ হোসেন ওরফে মধুর বহু অনুগামী বর্তমানে শুভেন্দু অধিকারীর ভবিষ্যত পদক্ষেপের দিকে তাকিয়ে। আর এই বক্তব্যের মাধ্যমেই স্পষ্ট হয়ে উঠল শুভেন্দুর ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে জড়িয়ে রয়েছে এক ঝাঁক তৃণমূল নেতা কর্মীর ভবিষ্যৎ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মোশারফের অন্য এক ঘনিষ্ঠ সঙ্গী রেবাজুল শেখও একই সুরে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় যা দেখা যাচ্ছে সেটাই খবর। তিনিও স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং মোশারফ হোসেন যেদিকে যাবেন, তাঁরাও সেদিকে এগোবেন। শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক হওয়ার পর এই জেলার বিভিন্ন পঞ্চায়েত, পৌরসভা এবং জেলা পরিষদ থেকে তৃণমূল শিবিরে প্রচুর কর্মী, নেতা, সমর্থক নিয়ে এসেছিলেন। এবং সেখান থেকেই শুভেন্দু অধিকারীর সঙ্গ দিয়েছিলেন বর্তমান জেলা সভাধিপতি মোশারফ হোসেন।

যথারীতি পুরস্কার স্বরূপ মোশারফ হোসেনের ঝুলিতে গিয়েছিল জেলা সভাধিপতির পদ। অন্যদিকে তৃণমূলেরই অন্য এক জেলা নেতার কথায়, শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের পর্যবেক্ষক পথ থেকে বিদায় নেওয়ার পর এই মুহূর্তে জেলায় মোশারফ হোসেন কিছুটা কোণঠাসা হয়ে পড়েছেন। দলীয় কর্মসূচিতেও তাঁকে সেভাবে দেখা যায়না। অতএব শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গেই যে মোশারফ হোসেনের আগামী পদক্ষেপ জড়িত তা স্পষ্ট।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে। শুভেন্দু অধিকারীর সঙ্গে শাসকদলের দূরত্ব যতই বাড়ুক না কেন, একুশের বিধানসভা নির্বাচনের আগে যদি শুভেন্দু অধিকারীর মতন জনপ্রিয় নেতা দল ত্যাগ করে তাহলে খুব স্বাভাবিকভাবেই দলের সংগঠন কিন্তু ব্যাপক আকারে ভেঙে পড়তে পারে। কারণ, শুভেন্দু অধিকারীর সাথে তাঁর অনুগামী বহু নেতাও একই সাথে দলত্যাগ করতে পারেন। অন্যদিকে শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তায় ইতিমধ্যেই চিন্তায় শাসকদল তৃণমূল। আপাতত শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে, সেদিকেই কৌতুহলী নজর বাংলার রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!