এখন পড়ছেন
হোম > জাতীয় > শিশুদের সুরক্ষায় নজর বাড়ালো কেন্দ্র ! জরুরী ভিত্তিতে টিকা করণে ছাড়পত্র !

শিশুদের সুরক্ষায় নজর বাড়ালো কেন্দ্র ! জরুরী ভিত্তিতে টিকা করণে ছাড়পত্র !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  আবারো নতুন করে কোভিড সংক্রমনের বাড়বাড়ন্ত শুরু হয়েছে , চোখ রাঙিয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে চলেছে এই সংক্রমণের গ্রাফ।  ইতিমধ্যেই দেশের রাজধানী শহর দিল্লি সহ দেশের বেশকিছু শহরে সংক্রমনের বাড়বাড়ন্তের খবর মিলছে ।

যেখানে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে গত ২৪ ঘন্টায় ভারতের দুই হাজার আটশ তিরাশি জন আক্রান্ত হয়েছেন ।  অর্থাৎ দেশে দৈনিক  প্রায় তিন হাজারের কাছাকাছি করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা পাওয়া যাচ্ছে যা যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে ।

আর এমত অবস্থাতে করোনার বাড়বাড়ন্তে ছোটোদের যাতে গ্রাস না করে সেদিকে নজর বাড়ালো কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর জরুরী ভিত্তিতে টিকা ও ঔষধ নিয়ন্ত্রণকারী সংস্থা ডিসিজিআই কে ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের মধ্যে যাতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে না পড়ে তাই করোনা টিকাকরণের ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার , তবে কবে থেকে এই টিকা দেওয়া হবে সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি  ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!