এখন পড়ছেন
হোম > জাতীয় > শুল্ক হারে নিম্নমুখী পেট্রল-ডিজেলের দাম স্বস্তি রান্নার গ্যাসেও! বড় ঘোষণা কেন্দ্রের !

শুল্ক হারে নিম্নমুখী পেট্রল-ডিজেলের দাম স্বস্তি রান্নার গ্যাসেও! বড় ঘোষণা কেন্দ্রের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একটানা পেট্রোল ডিজেল সহ জ্বালানি গ্যাসের  দাম বেড়ে চলেছিল ক্রমাগত যার ফলে চড়ম অস্বস্তিতে দিন কাটাচ্ছিল আমজনতা আর এই কারণেই বেশ কিছুদিন ধরেই বিরোধীপক্ষ তৃণমূলসহ দেশের সমস্ত বিরোধীদলগুলো লাগাতার আক্রমণ করে চলেছিল বিজেপিকে । যার ফলে ক্রমশ চাপ বাড়ছিল বিজেপির উপর আর চাপের মুখে পড়েই  শুল্ক কমানোর মতো বড়সড় সিদ্ধান্ত নিল এদিন মোদি সরকার বলে মত বিশেষজ্ঞ মহলের ।অবশেষে আম জনতাকে স্বস্তি দিয়ে এক ধাক্কায় প্রেট্রোল ও ডিজেল শুল্ক কমানোর ঘোষণা করল মোদি সরকার যার ফলে পেট্রোল-ডিজেলের দাম এক ধাক্কায় অনেকটাই নেমে আসলো ।

এদিন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি টুইট করে জানান পেট্রলের শুল্ক  কমিয়ে দেয়া হল লিটার প্রতি 8 টাকা এবং ডিজেলের শুল্ক কমানো হল লিটার 6 টাকা যার ফলে পেট্রোলের লিটার দাম কমবে প্রায় 9 টাকা 50 টাকা মত আর ডিজেলের দাম কমবে প্রতি লিটারে সাত টাকা কমে গেল। এই নতুন দাম কার্যকর হবে আজ রবিবার থেকে শুধু তাই নয় সেই সঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন জানিয়েছেন উজ্জ্বলা যোজনা গ্যাস এর রান্নার ভর্তুকির পরিমাণ বাড়ানো হচ্ছে । সিলিন্ডারপ্রতি ভরতুকি মিলবে ২০০ টাকা করে। বছরে ১২টি সিলিন্ডার পর্যন্ত এই ভরতুকি পাওয়া যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!