এখন পড়ছেন
হোম > রাজ্য > শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আশঙ্কা বাড়িয়ে জরুরি বৈঠকে মুখ্যসচিব

শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আশঙ্কা বাড়িয়ে জরুরি বৈঠকে মুখ্যসচিব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টপুজোর কারণে উৎসবে যাতে আনন্দে ভাটা না পড়ে, তার জন্য অনেকদিন আগেই লকডাউন পর্বকে শিথিল করে দেওয়া হয়েছে। কিন্তু করোনা ভাইরাস কিছুতেই কমছে দেখা যাচ্ছে না। বেলা গড়াতে না গড়াতেই রাস্তায় মানুষজনের ভিড় চোখে পড়ার মত। কেউ পালন করছেন না সামাজিক দূরত্ব। আর এই পরিস্থিতিতে পুজোর মধ্যে করোনা ভাইরাস হুহু করে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সরকার থেকে শুরু করে বিশিষ্ট চিকিৎসক সকলেই বলছেন, পুজোতে আনন্দ করুন। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলুন।

তবে কে কার কথা শোনে! দীর্ঘদিন পর লকডাউনে গৃহবন্দী মানুষ বাইরে বেরোনোর সুযোগ পেয়েছেন। আর তার মধ্যে রয়েছে দুর্গাপুজো। তাই চুটিয়ে আনন্দ করা থেকে কেউ নিজেকে বাদ রাখতে চাইছেন না। কিন্তু এর মাঝেই ফাক পথে ঢুকে পড়ছে করোনা ভাইরাস। আর এই পরিস্থিতিতে এবার জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামীকাল সোমবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

যেখানে উপস্থিত থাকবেন প্রতিটি জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা। আর পুজোর মরসুম শুরুর ঠিক আগে মুখ্যসচিবের এই বৈঠককে কেন্দ্র করে এবার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যজুড়ে। তাহলে কি করোনা ভাইরাস নিয়ে চিন্তায় রয়েছে প্রশাসন? আর তাই পুজোর আগে সেই ব্যাপারে ভিডিও কনফারেন্স করে প্রতিটি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যসচিব?

জানা গেছে, মুখ্যসচিবের ডাকা এই বৈঠক থেকে বেশকিছু গাইডলাইন নিয়ে আলোচনা হতে পারে। যেখানে বিসর্জন এবং দুর্গাপূজা নিয়ে বিশেষ গাইড লাইন দেওয়া হতে পারে বলে খবর। জানা গেছে, ইতিমধ্যেই কেন্দ্রের তরফেও এই পুজো নিয়ে বেশকিছু গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে। ফলে সেই সমস্ত বিষয় নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হতে পারে। অর্থাৎ সামাজিক দূরত্ব পালন করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা যে পুজোতেও বাধ্যতামূলক হয়ে যাবে এবং তা নিয়ে কড়াকড়ি হবে, সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই প্রতিটি জেলা প্রশাসনকে পুজোর মধ্যে যাতে করোনা ভাইরাস বৃদ্ধি না পায়, তার জন্য স্বাস্থ্যবিধির ওপর সবথেকে বেশি নজর দেওয়ার কথা বলতে পারেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই কেন্দ্রের তরফে পুজোর মধ্যে সাধারণ মানুষকে সতর্ক থাকার কথা জানানো হয়েছে। তাই উৎসবের মরসুমে বাংলার করোনা পরিস্থিতি যাতে আরও ভয়াবহ জায়গায় পৌঁছে না যায়, তার জন্য কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। লকডাউন পরিস্থিতি শিথিল করে আনলক পর্ব শুরু হওয়ার সাথে সাথেই সাধারণ মানুষকে রাস্তায় বের হতে দেখা গেছে।

বর্তমানে পুজোর জামা, কাপড় কেনাকাটা করতে দোকানে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, কেউ কেউ স্বাস্থ্যবিধিকে অমান্য করে মাস্ক পর্যন্ত পড়ছেন না। যার ফলে আশঙ্কা বাড়তে শুরু করেছে। তাই এমতাবস্থায় পুজোর মধ্যে প্রতিমা দর্শনের সময় যাতে সকলে স্বাস্থ্যবিধি মেনে চলেন, তার জন্য এবার নবান্নে সমস্ত জেলার প্রশাসনকে নিয়ে বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে এবার আগামীকালের এই বৈঠক থেকে কি উঠে আসে, জেলা প্রশাসনগুলোর উদ্দেশ্যে কি বার্তা দেন রাজ্যের মুখ্যসচিব, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!