এখন পড়ছেন
হোম > জাতীয় > শুরু হচ্ছে আনলক-৪! লকডাউন ও কন্টেনমেন্ট জোন নিয়ে কেন্দ্রের বড়সড় নির্দেশিকা, জানুন বিস্তারে

শুরু হচ্ছে আনলক-৪! লকডাউন ও কন্টেনমেন্ট জোন নিয়ে কেন্দ্রের বড়সড় নির্দেশিকা, জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে করোনার প্রকোপ বেড়ে যাওয়াতে গত দুমাস ধরে পুরোপুরি লকডাউন না করেও সাপ্তাহিকভাবে লকডাউন পালন হচ্ছে রাজ্যে। তবে সেই লকডাউনের দিন অবশ্য ঘনঘন পাল্টে যাচ্ছিল। বিরোধীরাও এই নিয়ে আওয়াজ তুলছিল। এই অবস্থায় এবার শুরু হচ্ছে আনলক 4। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি নতুন নিয়ম আনতে চলেছে। যার মধ্যে কেন্দ্রীয় সরকার এবার স্পষ্ট করে দিয়েছেন, কনটেইনমেন্ট জোন ছাড়া অন্য কোন জায়গায় লকডাউন করা যাবেনা আর কেন্দ্রের সাথে আলোচনা না করে।

শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আনলক 4 এর একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এবং তাতেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের উদ্দেশ্যে এহেন নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। গাইডলাইন অনুযায়ী এবার থেকে কনটেইনমেন্ট জোনের বাইরে রাজ্য, জেলা, মহকুমা, ছোট শহর এমনকি প্রত্যন্ত গ্রামেও লকডাউন করা যাবেনা কেন্দ্রের নির্দেশ ছাড়া। পয়লা সেপ্টেম্বর থেকে জারি হবে এই নতুন বিধি দেশজুড়ে। যদিও পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে সেপ্টেম্বর 7,11 এবং 12 তারিখ রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন হবে বলে ঘোষণা করেছে।

তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার পর এই তিন দিন লকডাউন হবে কিনা তা নিয়ে এখন প্রশ্ন থাকছে। তবে 31 শে আগস্ট রাজ্য সরকারের নির্ধারিত লকডাউন কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। এতদিন পর্যন্ত বিভিন্ন রাজ্য স্থানীয়ভাবে লকডাউন পালন করেছে। কখনো কোন রাজ্য নির্দিষ্ট দিনে গোটা রাজ্যে লকডাউন করেছে, আবার কখনো সংক্রমণের হার যে অঞ্চলে বেশি সেই অঞ্চলে লকডাউন কার্যকর হয়েছে। বাংলাতেও বেশ কিছু জায়গায় করোনার প্রকোপ অনুযায়ী কড়া লকডাউন কার্যকর হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এবার থেকে আর পুরোপুরি লকডাউন পালন করা যাবেনা। তবে সেপ্টেম্বর এর তিন দিন লকডাউন হবে কি হবেনা তা নিয়ে এখনও নবান্নের তরফ থেকে কোনো কিছু ঘোষণা করা হয়নি। আনলক চারের নির্দেশিকায় কেন্দ্রীয় সরকার জনজীবন স্বাভাবিক করতে আরও বেশ কিছু বিধিনিষেধ সরিয়ে নিয়েছে বলে জানা গেছে। বলা হচ্ছে, আগামী 7 সেপ্টেম্বর থেকে মেট্রো চলাচল শুরু হতে পারে। এছাড়াও কনটেইনমেন্ট জোন এর বাইরে নবম থেকে দ্বাদশ শ্রেণী ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে বলে অনুমতি দেওয়া হচ্ছে।

অর্থাৎ এবার স্কুল খুলতে চলেছে পুরোদমে। বিশেষজ্ঞদের মতে, দেশজুড়ে পরিস্থিতি এবার একটু একটু করে স্বাভাবিক করার দিকেই চলেছে কেন্দ্রীয় সরকার। এমনিতেই দেশের আর্থিক পরিস্থিতি রীতিমত তলানিতে। এই অবস্থায় জনজীবন স্বাভাবিক না করা ছাড়া আর কোনো রাস্তা ছিলনা কেন্দ্রীয় সরকারের বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে করোনা কিন্তু এখনও পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি। শুধু সুস্থতার হার বেড়েছে মাত্র। তাই জনজীবন স্বাভাবিক করার পদক্ষেপের মধ্যে দিয়ে করোনাকে যে আবার দ্বিগুণ হারে বাড়িয়ে তোলা হবেনা তা কে বলতে পারে!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!