এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুরু হলো ডানা ছাটার প্রক্রিয়া, পদ থেকেই বাদ দেওয়া হল দিব্যেন্দুকে

শুরু হলো ডানা ছাটার প্রক্রিয়া, পদ থেকেই বাদ দেওয়া হল দিব্যেন্দুকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পূর্ব মেদিনীপুর জেলার অধিকারী গড়ের সম্রাট শুভেন্দু অধিকারীকে নিয়ে এমনিতেই জল্পনা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে শুরু করেছে। দল এবং সরকারের সঙ্গে ক্রমাগত তার দূরত্ব প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছে তার রাজনৈতিক ভবিষ্যতকে‌। তিনি কী করবেন, তা এখন বড় মাপের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলে। আর এই পরিস্থিতিতে প্রায় দেড় দশক ধরে তমলুক শহর তৃণমূল সভাপতি পদে থাকা দিব্যেন্দু রায়কে এবার দলের অন্তর্বর্তীকালীন কোর কমিটির সদস্য থেকে সরিয়ে দেওয়া হল। যাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে জল্পনা।

বস্তুত, দীর্ঘদিন এই তমলুক শহর তৃণমূলের পদে ছিলেন দিব্যেন্দু রায়। গতবছর সভাপতি থাকার সময়ে সরকারি প্রকল্পে বাড়ি তৈরিতে তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। আর এরপরই তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। যেখানে বিশ্বনাথ মহাপাত্রকে সভাপতি হিসেবে নিযুক্ত করে 26 জনের একটি কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। যে কোর কমিটির অন্যতম সদস্য ছিলেন এই দিব্যেন্দু রায়।

কিন্তু সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার নতুন জেলা কমিটি ও বিভিন্ন শহর কমিটি গঠন করা হয়েছে। আর সেই শহর কমিটিতে তমলুক শহরের যে কমিটি সেখানে নাম নেই দিব্যেন্দুবাবুর। স্বভাবতই এই হেভিওয়েট নেতাকে কেন এভাবে দেওয়া হল, এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। একাংশের মতে, এই দিব্যেন্দু রায় শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। বর্তমানে শুভেন্দুবাবু যখন অরাজনৈতিক কর্মসূচি ঠিক করছেন, তখন সেই সমস্ত কর্মসূচিতে অনুপস্থিত থাকতে দেখা গেছে দিব্যেন্দু রায়কে‌।

স্বাভাবিকভাবেই নতুন শহর কমিটিতে তার জায়গা না পাওয়া নিয়ে অন্য এক সমীকরণের ইঙ্গিত দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। কেন তাকে এইভাবে সরিয়ে দেওয়া হল? এদিন এই প্রসঙ্গে তমলুক শহর তৃণমূল সভাপতি বিশ্বনাথ মহাপাত্র বলেন, “দিব্যেন্দু জেলাস্তরের নেতা। উনি শহর কমিটিতে না থাকলেও দলের নেতৃত্ব হিসেবে আমাদের চালনা করবেন। এই নিয়ে বিতর্কের কিছু নেই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে যাকে নিয়ে এত কিছু, সেই দিব্যেন্দুবাবু কি বলছেন? কেন তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হল! এদিন এই প্রসঙ্গে সেই দিব্যেন্দু রায় বলেন, “প্রায় 14 বছর দলের শহর সভাপতি পদে ছিলাম। তাই শহর কমিটিতে না থাকলে কেউ অন্য ভাবে ব্যাখ্যা করতে পারেন। আমি এখন দলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি হিসেবে দলের জেলা কমিটির সদস্য।” অর্থাৎ তাকে শহর কমিটি থেকে সরিয়ে দেওয়া হলেও এবং তা নিয়ে গুঞ্জন তৈরি হলেও, তিনি যে প্রকাশ্যে এই ব্যাপারে দল বিরোধী মন্তব্য করতে নারাজ, তা তার মন্তব্য থেকেই পরিষ্কার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্বাভাবিকভাবেই পূর্ব মেদিনীপুর জেলা এমনিতেই বর্তমানে রাজ্য রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে দীর্ঘদিন তমলুক শহর সামলানো দিব্যেন্দু রায়কে শহর কমিটি থেকে সরিয়ে দেওয়া নিয়ে নতুন করে জল্পনা বৃদ্ধি পেতে শুরু করল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!