এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুরু হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া, স্বস্তিতে চাকরীপ্রার্থীরা

শুরু হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া, স্বস্তিতে চাকরীপ্রার্থীরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অবশেষে হাজার বাধা বিপত্তি পেরিয়ে উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ শুরু হতে চলেছে। কার্যত এতদিন আদালতের নির্দেশে স্থগিতাদেশ জারি করা হয়েছিল উচ্চ প্রাথমিকে নিয়োগের ওপর। কিন্তু আদালত স্থগিতাদেশ তুলে দেয় এবং নিয়োগ-পদ্ধতি দ্রুত শেষ করার নির্দেশ দেয়। আর তাই এবার অনলাইন পদ্ধতিতে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে। কার্যত এই ইন্টারভিউ অফলাইন পদ্ধতিতে করার কথাই ভাবা হয়েছিল প্রাথমিকভাবে। কিন্তু ট্রেন চলছেনা যেহেতু এবং করোনা পরিস্থিতির গভীরতা এখনো বর্তমান, তাই এবার অনলাইনে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার কথা জানিয়ে দিলেন আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তিনি জানিয়ে দিয়েছেন, সোমবার 19 শে জুলাই থেকে ইন্টারভিউ শুরু হতে চলেছে। কোথায় কিভাবে অনলাইনে ইন্টারভিউ এর জন্য যোগাযোগ করতে হবে সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে শিক্ষা মন্ত্রী জানিয়ে দিয়েছেন, স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গেলেই লিখিত তথ্য পাওয়া যাবে। খুব স্বাভাবিকভাবেই শিক্ষামন্ত্রীর ঘোষণা স্বস্তি দিয়েছে চাকরিপ্রার্থীদের। পুজোর আগেই রাজ্যের উচ্চ প্রাথমিকে 14339 জন শিক্ষক নিয়োগ করার কথা জানানো হয়েছে। অন্যদিকে দ্রুত নিয়োগ পদ্ধতি শেষ করতে চেষ্টা চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তর। আগামী উনিশে জুলাই থেকে উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে। এই ইন্টারভিউ প্রক্রিয়া চলবে 4 ঠা আগস্ট পর্যন্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনলাইন ইন্টারভিউ এর মাধ্যমে অবশ্য আগেই প্রাথমিকের 10500 জন শিক্ষককে নিয়োগ করার কাজ শেষ হয়েছে গত 15 তারিখ। এবার সেই একই পদ্ধতিতে উচ্চ প্রাথমিকে নিয়োগ শুরু হতে চলেছে। ইন্টারভিউ তালিকায় যাদের নাম রয়েছে, তাঁরা প্রত্যেকে অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ দিতে পারবেন বলে জানা গিয়েছে। যদিও এই নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ নিয়ে ইতিমধ্যেই আদালতে মামলা উঠেছে। এ প্রসঙ্গে অবশ্য স্কুল সার্ভিস কমিশনকে ইতিমধ্যেই হাইকোর্টের বিচারপতির নির্দেশ দিয়েছেন, তাদের অভিযোগকারীদের সঙ্গে বসে সমস্ত দাবি শুনতে হবে।

এবং সমস্ত আবেদন বিবেচনা করে দ্রুত নিষ্পত্তি করতে হবে। এদিন সাংবাদিক বৈঠকে এ ব্যাপারে শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে যারা এ ব্যাপারে কাজ করছে। তবে এই মুহূর্তে যাবতীয় লক্ষ্য উচ্চ প্রাথমিকে নিয়োগ করা। কার্যত ভোটের আগে এই নিয়োগ সংক্রান্ত একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। সে সময় থেকেই মুখ্যমন্ত্রী জানিয়ে আসছেন ভোটের পরে নিয়োগ হবে। তাই কার্যত মুখ্যমন্ত্রীর সেই বার্তাতেই শীলমোহর দেওয়ার কাজ শুরু হয়ে গেল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!