এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > শুরু মুখেই কি বাধা শীতের আগমেনে?কেমম রয়েছে আজকের আবহাওয়া ?দেখেনিন এক নজরে!

শুরু মুখেই কি বাধা শীতের আগমেনে?কেমম রয়েছে আজকের আবহাওয়া ?দেখেনিন এক নজরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে উত্তরে হাওয়ার প্রবেশ করছে  যার ফলে উত্তরে হওয়াতে দরুন ভাবে  নামছে তাপমাত্রার পারদ। রাত এবং সকালে অনুভূত হচ্ছে শীত তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়াছে তাপমাত্রা । দিনেরে সর্বক্ষণ থাকছে না  ঠান্ডার আমেজ । দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীতের আমেজ শুরু হয়েছে জেলার বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।

 

আজ  শহর কলকাতায় তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকতে পারে। কলকাতার আকাশ মেঘ মুক্ত থাকবে ।  হাওয়া অফিস জানিয়েছে উত্তরে হাওয়ার দাপটে আগামী বেশ কয়েক দিন হিমেল বাতাস বইবে রাজ্যে। এছাড়াও আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরের হাওয়ায় জেরে আগামী কয়েকদিন রাজ্যে শীতের আমেজ থাকবে। উপকূল এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে সেই সাথে সপ্তাহের শেষের দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!