এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভাপ্রসন্নের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল, “এতদিন কোথায় ছিলেন!” পাল্টা অগ্নিমিত্রা !

শুভাপ্রসন্নের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল, “এতদিন কোথায় ছিলেন!” পাল্টা অগ্নিমিত্রা !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি ভাষা দিবসের অনুষ্ঠানে শিল্পী শুভাপ্রসন্নের মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। যেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বেশ কিছু ভাষা নিয়ে আপত্তি জানিয়ে বক্তব্য রাখতে দেখা যায় এই শিল্পীকে। আর তারপরেই বক্তব্য রাখতে গিয়ে শুভাপ্রসন্নের সেই বক্তব্যের বিরুদ্ধে পাল্টা বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ লাগাতার আক্রমণ করতে শুরু করেন শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যকে। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয় নিয়ে মুখ খুলে তৃণমূলকে চাপের মুখে ফেলে দিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে অগ্নিমিত্রা পলকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি বিধায়ক বলেন, “বাংলা ভাষায় কিছু শব্দের প্রয়োগ নিয়ে শুভাদা আপত্তি জানিয়েছিলেন। তারপর মুখ্যমন্ত্রী প্রচন্ড রেগে বলেছিলেন, মনকে উদার করতে হবে। অনেক শব্দের প্রবেশ মেনে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এতদিন তো সব ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ করেই কেন ওদের মনে পড়ল যে, সারদা হয়েছে‌, শুভদির আর্টের কোম্পানি নিয়ে এত প্রশ্ন! সারদা কি আজকে হয়েছে নাকি! তাহলে এতদিন কেন প্রশ্ন তোলেননি! আজকে কেন প্রশ্ন তুলছেন!” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত তৃণমূলের পক্ষ থেকে হঠাৎ করেই শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যের বিরুদ্ধে সরব হওয়ার ঘটনাকে খোঁচা দিলেন বিজেপি বিধায়ক। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!