এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু অধিকারীর বিজেপি যোগের জল্পনা নিয়ে বড়সড় দাবি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের!

শুভেন্দু অধিকারীর বিজেপি যোগের জল্পনা নিয়ে বড়সড় দাবি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী একসময় তৃণমূল দলের এক গুরুত্বপূর্ণ কান্ডারী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর প্রচেষ্টাতেই বাংলার বিভিন্ন অনুর্বর জেলাতেও ঘাসফুলের সফল বৃদ্ধি সম্ভব হয়েছিল। বর্তমানেও তিনি রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, কিন্তু সম্প্রতি একাধিক কারণে দলের সঙ্গে তার সম্পর্ক যেন কিছুটা তলানিতে ঠেকেছে।

তৃণমূল দলে সাংগঠনিক রদবদলের ফলে মুর্শিদাবাদ সহ বেশ কিছু জেলা ইতিমধ্যেই তার হাতছাড়া হয়েছে। শুভেন্দু বাবুও যেন দলের সঙ্গে কিছুটা দূরত্ব রেখেই চলছেন। দলের বেশ কিছু অনুষ্ঠানে তিনি অনুপস্থিত থেকেছেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পরিবর্তে নিজের ছবি ব্যবহার করেছেন, দলের নাম বা প্রতীক বাদ দিয়ে নিজের নাম ব্যবহার করেছেন।

যদিও দলত্যাগের ব্যাপারে কোন কথা তিনি বলেনি, কিন্তু ইতিমধ্যেই তিনি তৃণমূল দল ছাড়তে চলেছেন, নিজে একটি দল গড়তে চলেছেন, কিংবা বিজেপিতে যোগ দিতে চলেছেন। এই প্রশ্নগুলি বারবার বিভিন্ন মাধ্যমে উঠে আসছিল। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিয়ে বিভিন্ন মহলে ওঠা বিভিন্ন প্রশ্নকে এবেবারেই ভিত্তিহীন বলে জানালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করলেন।

আজ নিজের বিধানসভা এলাকা উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরার একটি বিশেষ সম্মেলনে রাজ্য বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বললেন, ” চেষ্টা করে দেখুক আগে। আমরা চাইছি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, তথাগতরা প্রথমে জোতিপ্রিয়দের সঙ্গে লড়াই করে দেখুক। তারপর তৃণমূলকে নিয়ে ভাববে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই মঞ্চেই তিনি শুভেন্দু অধিকারীর তৃণমূল দল ত্যাগ কিংবা বিজেপিতে যোগদানের সম্ভাবনাকে তিনি সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলে জানালেন, ” এরা একটা ফেসবুক পেয়েছে, যা পাচ্ছে দিয়ে দিয়েছে।” এই প্রসঙ্গে তিনি জানালেন, গতকাল শুভেন্দু অধিকারী ও তাঁর সাংসদ শিশির অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে এতদিন তারা ছিলেন, এখনো আছেন, আর ভবিষ্যতেও তারা থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কোন আদর্শ রাজনীতিবিদ তাদের কাছে দ্বিতীয় কেউ নেই।

আবার আগামী ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির পশ্চিমবঙ্গ জয়ের সম্ভাবনাকে তুরিমেরে নস্যাৎ করে দিয়ে খাদ্যমন্ত্রী জানালেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সততা, নিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষার আদর্শ মেনে রাজ্যশাসনের মত দুরূহ কাজ ও রাজনৈতিক আদর্শ পরিচালনা করেন। এ প্রসঙ্গে তাকে আরো বলতে শোনা গেল, ” ওরা আগে জ্যোতিপ্রিয়দের সঙ্গে লড়াই করে দেখুক।”

অন্যদিকে উত্তর ২৪ পরগনা জেলার হাবরায় করোনা সংক্রমণ দিনে দিনে বেড়েই চলেছে। এ কথা স্বীকার করে নিয়ে করোনা সংক্রমনের ব্যাপারে বিশেষ উদ্বেগ প্রকাশ করলেন খাদ্য মন্ত্রী। সেই সঙ্গে তিনি জানালেন মানুষকে করোনার ব্যাপারে আরও সচেতন হওয়া প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি আরো জানান যে, আগামী ১৫ দিনের মধ্যে রাজ্য সরকার করোনা সংক্রমণ রোধের বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!