এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি এবার অন্যতম বিজেপি নেতার, চাপানউতোর তুঙ্গে

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি এবার অন্যতম বিজেপি নেতার, চাপানউতোর তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট হাওড়া জেলার গেরুয়া শিবিরে এই মুহূর্তে জোর শোরগোল হাওড়া সদর সাংগঠনিক জেলা সভাপতি সুরজিৎ সাহার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অস্বস্তিজনক প্রশ্ন তোলায়। তাঁকে ইতিমধ্যেই বহিস্কৃত হতে হয়েছে। আর তাই নিয়ে এবার পাল্টা হুঁশিয়ারি দিলেন বহিস্কৃত বিজেপি নেতা। ঘটনার সূত্রপাত হয়েছিল যখন শুভেন্দু অধিকারী বহিস্কৃত এই বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তৃণমূলের সাথে আঁতাতের। এমনকি সুরজিত সাহার সততা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। আর তারই উত্তরে সুরজিৎ সাহা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে নারদ কান্ডের অবতারণা করেন।

পালটা বলেন, শুভেন্দু অধিকারীকে টাকা হাতিয়ে নিতে দেখা গিয়েছে। তাই তাঁকেই সততার প্রমাণ দিতে হবে। খুব স্বাভাবিকভাবেই দলে থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসে গেরুয়া শিবির। দলের পক্ষ থেকে বহিষ্কার করা হয় সুরজিৎ সাহাকে। যদিও বহিষ্কারের পর বিজেপি নেতা সুরজিত সাহা প্রশ্ন তুলেছেন, একজন নির্বাচিত জেলা বিজেপি সভাপতিকে শোকজ না করে একইভাবে দল বহিষ্কার করতে পারে। যদিও তিনি দাবি করেছেন, দল সম্পর্কে তিনি কোনো কুমন্তব্য করেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার বিজেপির বহিস্কৃত জেলা সভাপতি সুরজিৎ সাহা দাবি করেছেন, তিনি এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইন এর সাহায্য নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। প্রয়োজনে তিনি কলকাতা হাইকোর্টে যাবেন। তিনি পাল্টা বলেছেন, শুভেন্দু অধিকারী তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করেছে তাঁকে প্রমাণ করতে হবে। কার্যত শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেতা অরূপ রায়ের সঙ্গে সুরজিৎ সাহার আঁতাত ছিল বলে অভিযোগ করেন। এরই বিরুদ্ধে প্রতিবাদ করলেন অভিযুক্ত বিজেপি নেতা।

পাশাপাশি বিজেপি নেতা সুরজিৎ সাহা দাবি করেছেন, শুভেন্দু অধিকারী অবশ্যই তৃণমূলে ফিরে যাবেন। সেদিন দল পুরনো কর্মীদের মর্ম বুঝবে। খুব স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরে যেভাবে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এলো তা তীব্র অস্বস্তির সৃষ্টি করেছে। সামনেই পুরনির্বাচন। আর তার আগে এভাবে দলীয় কোন্দল দলের সাংগঠনিক ক্ষতি করবে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। আপাতত পরিস্থিতি সামাল দিতে এবার আসরে কে নামেন, সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!