এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু গড়ে দাঁড়িয়ে তৃণমূল নিশ্চিহ্নের ভবিষ্যদ্বাণী করলেন লকেট,

শুভেন্দু গড়ে দাঁড়িয়ে তৃণমূল নিশ্চিহ্নের ভবিষ্যদ্বাণী করলেন লকেট,


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিধানসভা মসনদ দখলের লড়াই আরও জোরদার হচ্ছে। অন্যদিকে শাসকদলের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণের ঝাঁজ বাড়িয়ে চলছে বিরোধীরা এবং তার মধ্যে গেরুয়া শিবির অন্যতম। বর্তমানে প্রতিটি রাজনৈতিক দল তাঁদের সাংগঠনিক জোর বাড়ানোর লক্ষ্যে মন দিয়েছে। আর সেই লক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে এবার একটি চাঞ্চল্যকর মন্তব্য করলেন রাজ্য বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

সাম্প্রতিক কেন্দ্রীয় কৃষি বিল এর সমর্থনে কাঁথি 3 ব্লকের বাহিরিতে একটি পদযাত্রা কর্মসূচির সূচনা করে গেরুয়া শিবির। সেই কর্মসূচির শেষে মারিশদায় একটি পথ সভায় বক্তৃতা রাখতে গিয়ে লকেট চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, কাঁথি বিধানসভা আগামী দিনে পুরোপুরি বিজেপির হতে চলেছে। প্রসঙ্গত কাঁথি বিধানসভা রাজ্যের পরিবহণমন্ত্রী তথা তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীর খাসতালুক বলে পরিচিত। সেখানে লকেট চট্টোপাধ্যায়ের এই দাবি সম্পূর্ণ অন্য বিতর্কের জন্ম দিয়েছে বলে মনে করা হচ্ছে।

কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে শাসকদল তৃণমূলের দূরত্ব বেড়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। লকেট চট্টোপাধ্যায়ের এই দাবি কি শুভেন্দু অধিকারীর গেরুয়া শিবিরে যোগদান এর সম্ভাবনা স্পষ্ট করল? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে বাংলার রাজনৈতিক মহলের অন্দরে। লকেট চট্টোপাধ্যায় তাঁর বক্তৃতার রীতিমতো হুঁশিয়ারি দেন এদিন, প্রশাসনের পক্ষ থেকে যেসব বিজেপি কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে কিংবা অত্যাচার করা হয়েছে সেই প্রত্যেকটি ঘটনার প্রতিশোধ নেওয়া হবে 2021 এর বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির রাজ্যের মসনদে বসলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইসঙ্গে তিনি রাজ্য সরকারের কাটমানি নিয়েও সরব হয়েছেন। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতার সৃষ্টি হয়েছে। সে প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, রাজ্য সরকার এই প্রকল্পের টাকা নিজেদের কাছে নিতে চেয়ে সেখান থেকে কাটমানি নিতে চাইছিল। বাংলার মানুষ সব বুঝে যাওয়ায় এখন তাঁরা নতুন করে কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করতে চাইছে রাজ্যে। যদিও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের এহেন মন্তব্য প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী পাল্টা বলেছেন, ‘‘এটা ঘূর্ণিঝড় প্রবণ এলাকা। এখানে বিজেপি বিধানসভা ভোটের আগে বঙ্গোপসাগরে তলিয়ে যাবে।”

বিশেষজ্ঞদের মতে- একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসবে, ততই শাসক-বিরোধী তরজা আরো বাড়বে। তবে রাজনৈতিক মহল এক বাক্যে মেনে নিচ্ছে একুশের বিধানসভা নির্বাচনী লড়াই কোন দলের পক্ষেই খুব একটা সহজ হবেনা। আর সে জায়গায় তৃণমূল বিজেপির লড়াই বর্তমানে মুখ্য হয়ে উঠেছে। অর্থাৎ সেয়ানে সেয়ানে লড়াই হতে চলেছে আগামী দিনে। আপাতত একুশের বিধানসভা নির্বাচনে কে জয়ী হবে, সেদিকেই এখন কৌতুহলী নজর রেখেছে বাংলা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!