এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু গড়ে তৃণমূল দুর্নীতি, কড়া শাস্তির মুখে একঝাঁক নেতা

শুভেন্দু গড়ে তৃণমূল দুর্নীতি, কড়া শাস্তির মুখে একঝাঁক নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই বাংলার রাজনীতিতে শুরু হচ্ছে জোর তৎপরতা। সম্প্রতি শাসকদলের দুর্নীতি নিয়ে কড়া ভাষায় আক্রমণ শুরু করেছে রাজ্যের বিরোধী দলগুলি। যার মধ্যে অন্যতম গেরুয়া শিবির বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক দলের সাথে সাথেই এবার শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সাধারণ মানুষ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। আর তাই এবার রাজ্যজুড়ে তৃণমূল দলে শুরু হয়েছে শুদ্ধিকরণ নীতি।

শাসকদলের দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়েছে ইতিমধ্যে দলের অন্দরেই। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক দুর্নীতিগ্রস্ত  নেতাকে করা হচ্ছে শোকজ। কিন্তু এবার শিরোনামে উঠে এসেছে নন্দীগ্রামের দুর্নীতি। এবং নন্দীগ্রামে শাসকদলের দুর্নীতির কথা প্রকাশ্যে আসতেই যথারীতি প্রবল অস্বস্তি শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে বলে জানা গেছে। সম্প্রতি আমফানের পর ক্ষতিপূরণের টাকা দেওয়া নিয়ে একগুচ্ছ অভিযোগ ওঠে নন্দীগ্রাম বিধানসভা এলাকায়।

সূত্রের খবর, নন্দীগ্রাম এলাকার তৃণমূল নেতারা ক্ষতিপূরণের টাকা নিয়ে রীতিমতন স্বজনপোষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। আর এই খবর তৃণমূলের উচ্চস্তরে যাওয়ার পরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নন্দীগ্রাম বিধানসভা এলাকায় প্রায় 200 নেতাকে শোকজ করা হবে বলে জানানো হয়েছে। উপরন্তু নন্দীগ্রামের দলীয় নেতাদের জানানো হয়েছে, শোকজের উত্তরে সন্তুষ্ট না হলে যথারীতি তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জানা যাচ্ছে, নন্দীগ্রামের যে 200 তৃণমূল নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য দলীয় নেতারা। রবিবার স্বয়ং পার্থ চট্টোপাধ্যায় নন্দীগ্রামের দলীয় নেতাদের দুর্নীতিসহ শোকজের ব্যাপারটি মেনে নিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে যে বিপুল সংখ্যক দুর্নীতির অভিযোগ ধরা পড়েছে শাসক দলে সম্প্রতি তা নিয়ে অনেকের মতে, 2021 এর আগেই যেভাবে শাসক শিবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে একের পর এক এবং ্তা সামলাতে রীতিমত নাভিশ্বাস উঠেছে শাসকদলের।

অন্যদিকে বিরোধীদের মতে, তৃণমূলের অন্দরে দুর্নীতি বাসা বেঁধেছে সুতরাং দুর্নীতিকে যদি পুরোপুরি তাড়াতে হয় তাহলে রাজ্য থেকে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে, 2021 এর বিধানসভা নির্বাচনে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করা এই মুহূর্তে প্রধান লক্ষ্য তৃণমূল শিবিরের। আর সে কারণেই প্রশান্ত কিশোরের দাওয়াই মেনে তৃণমূল শিবিরে শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে পুরোদমে। তবে এই শুদ্ধিকরণের ফলে আগামী দিনে ভোটবাক্সে কোন প্রভাব পড়ে কিনা, সে দিকেই এখন নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!