এখন পড়ছেন
হোম > জাতীয় > শুভেন্দুকে আবার দিল্লী তলব, তৃণমূলকে ঠেকাতে কোন গেমপ্ল্যান তৈরী হচ্ছে দিল্লী বিজেপির অন্দরে?

শুভেন্দুকে আবার দিল্লী তলব, তৃণমূলকে ঠেকাতে কোন গেমপ্ল্যান তৈরী হচ্ছে দিল্লী বিজেপির অন্দরে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন তৃণমূল নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী। গেরুয়া শিবিরে আসার পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইতে নামেন এবং জয়ী হন। অন্যদিকে মনে করা হচ্ছে, তৃণমূল নেত্রীকে হারানোর পুরস্কারস্বরূপ শুভেন্দু অধিকারী পেয়েছেন বিধানসভায় বিরোধী নেতার স্থান। কিন্তু বিজেপি চূড়ান্ত লড়াই করার পরেও তৃণমূল ব্যাপকভাবে ক্ষমতায় ফিরে আসে এবং সেক্ষেত্রে বিজেপি কিন্তু প্রায় প্রতিদিন বিপর্যয়ের মুখে দাঁড়াচ্ছে। ইতিমধ্যে বিজেপিতে ভাঙন ধরিয়ে মুকুল রায় চলে এসেছেন তৃণমূলে। আর এবার মুকুল বরাবরের মতন পুরনো রূপে ময়দানে নেমে পড়েছেন।

সে ক্ষেত্রে স্পষ্ট, গেরুয়া শিবিরের কাছে এই মুহুর্তে মুকুল রায় অন্যতম চিন্তার কারণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যত দিন যাবে মুকুল রায় গেরুয়া শিবিরে ততই ভাঙন ধরাবেন। ইতিমধ্যেই উত্তরবঙ্গে গেরুয়া শিবিরে বড় ফাটল তৈরি করেছেন তিনি। যার ফলস্বরূপ গতকাল আরএসএস করা বিজেপির আদি নেতা বেশ কয়েকজন অনুগামী নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন যা গেরুয়া শিবিরের কাছে চূড়ান্ত অস্বস্তিকর। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে শুভেন্দু অধিকারীকেই অস্ত্র হিসেবে বেছে নিচ্ছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে শুভেন্দুকে আবার তলব করা হয়েছে দিল্লীতে বলে জানা যাচ্ছে। তবে এবার শুভেন্দুর সাথে বৈঠক করবেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা।

প্রশ্ন উঠছে, এই আলোচনায় বিজেপির কোন কোন সমস্যা নিয়ে কথা হতে পারে? কার্যত 2024 এ বিজেপিকে ঠেকাতে ইতিমধ্যেই সর্বভারতীয় স্তরে তৃণমূল একটু একটু করে নিজেদের তুলে ধরার কাজ শুরু করেছে। ত্রিপুরার মতো বিজেপিশাসিত রাজ্যে ইতিমধ্যেই তৃণমূলের প্রভাব স্পষ্ট।  বিশেষজ্ঞদের মতে, একদিকে রাজ্যে যেমন মুকুল রায় সহ অন্যান্য বিশিষ্ট নেতারা গেরুয়া শিবিরকে একটু একটু করে কোণঠাসা করছেন, ঠিক সেভাবেই সর্বভারতীয় স্তরে বিজেপিকে কোণঠাসা করার জন্য ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন পিকে। মনে করা হচ্ছে এই দোফলা আক্রমণকে সামাল দিতেই তড়িঘড়ি শুভেন্দুকে নিয়ে বৈঠক দিল্লীতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনীতির কারবারীদের একাংশের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় 2024 এ আবারও একটি কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছেন বিজেপিকে। যদিও লোকসভা নির্বাচন বিজেপির ঘরের মাঠ বলেই মনে করা হয়, কিন্তু তাতেও থেকেই যাচ্ছে আশংকা। কারণ, একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির 200 আসনে জেতার লক্ষ্যমাত্রা প্রায় ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই দ্বিতীয়বারের জন্য শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেছেন পিকে আর এরপরই জানা যাচ্ছে, আগামীকাল 15 টি বিজেপি বিরোধী দলকে নিয়ে শরদ পাওয়ার বৈঠকে বসবেন। যথারীতি, এই বৈঠক নিয়েও বিজেপি চিন্তায়। মুখে না বললেও বিজেপির বিরুদ্ধে এবার কিন্তু একটু একটু করে একজোট শুরু করেছে সর্বভারতীয় বিজেপি বিরোধী দলগুলি।

যা মোদি সরকারকে কিন্তু আরো বেশি চিন্তায় ফেলছে। অন্যদিকে ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, বিরোধী দলনেতা তথা বিজেপির শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব 2024 এ বড়োসড়ো কাজে লাগাতে পারেন বলে। অবশ্য রাজনৈতিক অলিন্দে কানাঘুষো শোনা যাচ্ছে, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব শুভেন্দুকে যে গুরুত্ব দিচ্ছেন তা নিয়ে আবার গেরুয়া শিবিরের অন্দরেও শুরু হয়েছে চাপানউতোর। সব মিলিয়ে বাংলায় এই মুহূর্তে চলছে টানটান রাজনৈতিক উত্তেজনা। চব্বিশের লড়াইয়ের ময়দান প্রস্তুতি তে যে তৃণমূল বা বিজেপি কেউ পিছিয়ে থাকবেনা তা স্পষ্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!