এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুকে বাধা, বড়সড় অস্বস্তিতে মমতা সরকার! জেনে নিন আদালতের নির্দেশ!

শুভেন্দুকে বাধা, বড়সড় অস্বস্তিতে মমতা সরকার! জেনে নিন আদালতের নির্দেশ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে নেতাই থেকে শুরু করে নন্দীগ্রাম, যে জায়গাতেই যাচ্ছেন শুভেন্দু অধিকারী, সেখানেই তাকে পুলিশ দিয়ে বাধাদান করা হচ্ছে। সম্প্রতি নেতাই গিয়ে পুলিশের বাধা পেয়ে হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরেও কেন তাকে যেতে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী দলনেতা। এমনকি এই ব্যাপারে তিনি যে আদালতের দ্বারস্থ হবেন, সেই হুঁশিয়ারিও দিতে দেখা যায় নন্দীগ্রামের বিজেপির বিধায়ককে।

স্বাভাবিকভাবেই এই ব্যাপারে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। আর সেখানেই রাজ্যের রিপোর্ট তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। যার ফলে রাজ্য সরকারের অস্বস্তি কিছুটা হলেও বৃদ্ধি পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।সূত্রের খবর, আজ আদালতে এই বিষয়টি তোলা হয়। আর সেখানেই শুভেন্দু অধিকারীর আইনজীবীর পক্ষ থেকে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করা হয়। জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া সত্বেও, বারবার শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তার আইনজীবী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, সম্প্রতি একাধিক জায়গায় তিনি যেতে গেলে তাকে বাধাদান করা হয়েছে। যার জেরে রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তা বিঘ্নিত হয় বলে অভিযোগ। আর তারপরেই বড় নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। যেখানে তিনি আগামী 18 তারিখের মধ্যে এই ব্যাপারে রাজ্যের রিপোর্ট তলব করেন। স্বাভাবিকভাবেই এখন রাজ্য সরকার এই ব্যাপারে কি রিপোর্ট জমা দেয়, তা অবশ্যই লক্ষণীয় বিষয়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!