এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুভেন্দুকে গ্রেফতারের দাবি তৃণমূল মুখপাত্রের, হাতিয়ার সারদা কর্তার চিঠি

শুভেন্দুকে গ্রেফতারের দাবি তৃণমূল মুখপাত্রের, হাতিয়ার সারদা কর্তার চিঠি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত দু’দিন ধরে রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সিবিআই এর সলিসিটর তুষার মেহতার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ নিয়ে। আর এবার সারদা-কর্তা সুদীপ্ত সেনের লেখা একটি চিঠিকে হাতিয়ার করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। প্রসঙ্গত, রাজনীতিতে দীর্ঘদিন ধরেই সারদা, নারদা তদন্ত নিয়ে জল্পনা চলছে। ইতিমধ্যে একাধিক রাজনৈতিক ব্যক্তিদের অভিযুক্ত হিসেবে পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যেই অন্যতম হলেন শুভেন্দু অধিকারী। যিনি বর্তমানে বিরোধী দলনেতা। অন্যদিকে সারদা মামলার সিবিআইয়ের কৌঁশলী হলেন তুষার মেহতা।

আর এবার সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতার সঙ্গে অভিযুক্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেখা করা কার্যত বিতর্কের জন্ম দিয়েছে রাজ্য রাজনীতিতে। কার্যত এ দিন সোশ্যাল মিডিয়ায় কুনাল ঘোষ জানান, আদালত থেকে সুদীপ্ত সেনের যে চিঠির প্রতিলিপি তিনি পেয়েছেন, সেখানেই শুভেন্দুর নাম রয়েছে। পাশাপাশি নাম রয়েছে তাঁর আরেক সহযোগী রাখাল বেরার। যিনি বর্তমানে সেচ দপ্তরে চাকরি দেবার নাম করে আর্থিক প্রতারণার কারণে জেল হেফাজতে রয়েছেন। একইসাথে কুনাল ঘোষ দাবি করেছেন, তদন্তের স্বার্থে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা উচিত সিবিআইএর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, গত ডিসেম্বরে প্রেসিডেন্সি জেল থেকে সারদা-কর্তা সুদীপ্ত সেন একটি চিঠি লিখেছিলেন, যেখানে তিনি রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী এবং সিবিআই ডিরেক্টরদের উল্লেখ করে বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর বেশ কয়েকজন শীর্ষনেতার নাম উল্লেখ করেছিলেন। যদিও এই চিঠি নিয়ে ইতর্ক আছে। কিন্তু সেই চিঠির ভিত্তিতেই কুনাল ঘোষ শুভেন্দু অধিকারীর নাম করছেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতার সিবিআইয়ের কৌশলী জেনারেল তুষার মেহতার বাড়িতে গিয়ে দেখা করার পর থেকেই তুষার মেহতাকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক দাবি তুলেছে তৃণমূল। এই নিয়ে প্রধানমন্ত্রীর কাছেও আবেদন জানানো হয়েছে বলে শোনা যাচ্ছে।

সব মিলিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, কার্যত রাজ্য তৃণমূল সিবিআই কৌঁশলীর সঙ্গে দেখা করার সূত্র ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ব্যাপকভাবে চাপে ফেলার চেষ্টা চালাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই শুভেন্দু এবং তুষার মেহতা দুজনেই এই সাক্ষাতের কথা অস্বীকার করেছেন। কিন্তু তাতেও বিতর্ক থামছেনা। সামনে এসেছে তুষার মেহতার বাড়িতে শুভেন্দুর প্রবেশের ভিডিও ফুটেজ। স্বাভাবিকভাবেই আগামী দিনে এই ঘটনা আরো বড়সড় বিতর্কের জন্ম দিতে চলেছে, সে ব্যাপারে নিঃসন্দেহ রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!