এখন পড়ছেন
হোম > জাতীয় > শিবসেনা -বিজেপি বৈঠকে কি হলো ? গললো কি বরফ?

শিবসেনা -বিজেপি বৈঠকে কি হলো ? গললো কি বরফ?


একের পর এক জোট শরিক সরে যাচ্ছে বিজেপির কাছ থেকে। অন্যদিকে আবার বিজেপির বিরুদ্ধে মাঠে নেমে পড়েছে সব বিরোধী দলগুলো। জোট করে ২০১৯-এ কেন্দ্র থেকে বিজেপিকে হটাতে বদ্ধপরিকর তারা। এই সময় বিজেপি নিজের ঘর বাঁচাতে নিজের শরিক দলগুলির মান ভাঙাতে লেগেছে। এই নিয়ে বুধবার শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বৈঠক করেন। বিজেপি সূত্রের দাবি বরফ গলছে ,বৈঠক ইতিবাচক হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে বৈঠকে অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। বৈঠক ইতিবাচক হলেও এখনো ‘অচ্ছে দিন’ ফিরিয়ে আনতে আগামী দিনে আরও দুই থেকে তিনটি বৈঠক হবে তার পরে বিজেপির চিন্তা দূর হতে পারে। আগে শিবসেনা জানিয়েছিল যে ২০১৯ সালে বিজেপির সঙ্গে কোনও জোটে যাবে না তারা। তাদের মতে উপনির্বাচনে খারাপ ফল করার জন্যই ফের সম্পর্ক ভালো করতে চাইছে বিজেপি। তবে এবার বৈঠকের পর কি বলে তা দেখার। যদিও কি বৈঠক হয়েছে ,কি কত হয়েছে তা স্পষ্ট করে জানায় নি কোনো দলই। তবে কানাঘুসো শোনা যাচ্ছে যে শিবসেনা বিজেপিকে কিছু শর্ত দিয়েছে। আর সে শর্ত মেনে নিলে তবেই ফের জোট হবে। যদিও অনেকের মতে এটা গুজব। কেননা শিবসেনা প্রধান বা অমিত শাহ এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ফলে যারা এই সব আলোচনা করছেন তারা নেহাতই বাজার গরম করতে এই সব বলছেন বলে মত আরেকাংশের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!