এখন পড়ছেন
হোম > জাতীয় > অভিমান ভাঙিয়ে শিবসেনাকে এনডিএ জোটে ফেরাতে আসরে অমিত শাহ

অভিমান ভাঙিয়ে শিবসেনাকে এনডিএ জোটে ফেরাতে আসরে অমিত শাহ


২০১৯ সালের লোকসভা নির্বাচন এবং তার আগে চলতি বছরের শেষে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনে ক্ষমতায় টিকে থাকতে গেলে যে বিজেপির জোট শরিকের প্রয়োজনীকথা অনস্বীকার্য। তাই বিক্ষুদ্ধ জোট শরিকদের সাথে নির্বাচনের প্রাক্কালে সুসম্পর্ক স্থাপন করতে মরিয়া গেরুয়া শিবির। জোট প্রসঙ্গেই এদিন দিল্লীতে এক সাংবাদিক সম্মেলনের আয়জন করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ  বললেন, ”আমি আবারও বলতে চাই যে ২০১৯ এর নির্বাচনে শিবসেনা বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করুক।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিকে বিজেপির সাম্প্রতিক কালের দেশের নানা প্রান্তরে নানা অনৈতিক কর্মকান্ডে প্রশয় দেওয়াকে কেন্দ্র করে রাগে অগ্নিশর্মা শিবসেনা নেতৃত্ব। শুক্রবার শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনায়’ বিজেপিকে ‘উন্মাদ হত্যাকারী’ বলে বিদ্রুপ করা হয়েছে। এখন বিজেপি নেতৃত্ব চাইছে নানান কারণে শিবসেনার সাথে ক্ষতিগ্রস্ত সম্পর্ক মেরামতি করতে। সম্প্রতি উদ্ভব ঠাকরের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্য সাক্ষাৎকার বিজেপি নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মহারাষ্ট্রে বিজেপি এবং শিবসেনার আকষ্মিক বৈরীতার সম্পর্কে এদিন অমিত শাহ’কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ”শিবসেনা বিজেপির সঙ্গে থাকবে কীনা তা ওদের গিয়ে জিজ্ঞাসা করুন।” যদিও শিবসেনা এখনও এনডিএর শরিক দল, কিন্তু এরমধ্যে বেশ কয়েকবার তারা প্রকাশ্যে ঘোষণা করেছেন যে আগামী লোকসভা নির্বাচন তারা একক উদ্যোগে প্রতিদ্বন্দীতা করতে ইচ্ছুক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!