এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সিদ্দিকুল্লা চৌধুরীর ‘বিদ্রোহ’ সামাল দিতে আসরে পার্থ চ্যাটার্জী-সুব্রত বক্সী

সিদ্দিকুল্লা চৌধুরীর ‘বিদ্রোহ’ সামাল দিতে আসরে পার্থ চ্যাটার্জী-সুব্রত বক্সী

মঙ্গলকোটের বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা জমিয়তে উলেমায়ে হিন্দ নেতা সিদ্দিকুল্লা চৌধুরীর ‘বিদ্রোহের’ মুখে কার্যত বড়সড় অস্বস্তিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সিদ্দিকুল্লা সাহেবের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দূরত্ত্বটা শুরু হয়েছিল সঙ্ঘ-বিজেপির সঙ্গে সমান তালে তৃণমূলের রামনবমী পালন করা নিয়ে। আর এবার পঞ্চায়েতের টিকিট বন্টন ও গা-জোয়ারি নিয়ে তিনি কার্যত বোমা ফাটালেন। তাঁর অভিযোগের তীর বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মন্ডলের দিকে। ঘটনার রেশ এতটাই এগিয়েছে যে রাজ্যের গুরুত্ত্বপূর্ন মন্ত্রিসভার বৈঠকেও তিনি ছিলেন অনুপস্থিত, এমনকি তিনি সরকারি গাড়ি এবং মন্ত্রী হিসেবে পাওয়া তিন জন নিরাপত্তারক্ষীও ছেড়ে দিয়েছেন প্রতিবাদ জানাতে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সূত্রের খবর, পরিস্থিতির গুরুত্ব বুঝে তৃণমূল নেতৃত্ব এখন সিদ্দিকুল্লা সাহেবকে ‘শান্ত’ করার চেষ্টা শুরু করেছেন। বিতর্ক বাড়ছে দেখে তাঁকে ফোন করে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে বলেছেন। কিন্তু সিদ্দিকুল্লা সাহেবের গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তাঁর সঙ্গে কথা বললেও প্রার্থী নিয়ে বিরোধের কোনও মীমাংসা হয়নি, কাটোয়া এবং মঙ্গলকোটে তাঁর পছন্দের কোনও প্রার্থীকে জেলা তৃণমূল নেতৃত্ব মনোনয়ন দিতেই দেননি বলে অভিযোগ। আর তাই নিয়ে জমিয়তের নেতা-কর্মীরা রীতিমত ক্ষোভে ফুঁসছেন, ফলে জমিয়তের রাজ্য কমিটিতে আজ সবিস্তার আলোচনা সেরে তিনি পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। এমনকি কোনো কোনো মহল থেকে জল্পনা ছড়িয়েছে যেভাবে অনুব্রত মন্ডল ছড়ি ঘোড়াচ্ছেন, তাতে যথেষ্ট ‘অপমানিত’ এই বর্ষীয়ান নেতা। তাই তিনি মন্ত্রীত্ত্ব থেকে পদত্যাগ করে তৃণমূল কংগ্রেস ছাড়ার মত ‘কঠিন’ সিদ্ধান্তও নিতে পারেন। যদিও এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সিদ্দিকুল্লা চৌধুরীর সঙ্গে আগেও প্রার্থী নিয়ে কথা হয়েছে, দলনেত্রীর নির্দেশ মতো আবারও বলব, ওঁর সঙ্গে বিরোধ হতে যাবে কেন? কিন্তু ‘চূড়ান্ত অপমানিত’ সিদ্দিকুল্লা চৌধুরী তৃণমূল শীর্ষনেতৃত্ত্বের সঙ্গে কোনো যোগাযোগই রাখছেন না, ফলে সবমিলিয়ে তাঁর সঙ্গে তৃণমূলের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে চূড়ান্ত জল্পনা সব মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!