বিতর্ক পিছু ছাড়ছে না সিধুর, পুলওয়ামা মন্তব্যের জন্য উত্তপ্ত পঞ্জাব বিধানসভার অধিবেশন জাতীয় February 19, 2019 গত 14 ই ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় পাক মদতপুষ্ট জঙ্গী সংগঠনের হামলায় অসংখ্য ভারতীয় সেনার মৃত্যুর ঘটনায় প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধুর মন্তব্যকে ঘিরে এখন উত্তপ্ত জাতীয় রাজনীতি। আর এই বিতর্কে পড়ে প্রথমে সোনি টিভি চ্যানেলের জনপ্রিয় কমেডি শো থেকে যেমন সরিয়ে দেওয়া হয় তাঁকে, ঠিক তেমনই এবার পাঞ্জাব বিধানসভা সেই সিধুকে উদ্দেশ্য করে অকালি দলের বিধায়কদের প্রবল বিক্ষোভে উত্তপ্ত হল সেই বিধানসভা চত্বর। প্রসঙ্গত উল্লেখ্য, পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলার পর যখন দেশজুড়ে পাকিস্তান বিরোধী স্লোগান উঠতে দেখা যাচ্ছে, ঠিক তখনই সেই সময় এই পাকিস্তানের পাশেই দাড়াতে দেখা যায় দেশের প্রাক্তন ক্রিকেটার তথা পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধুকে। যেখানে তিনি বলেন, “কয়েকজনের জন্য গোটা পাকিস্তানকে দায়ী করা ঠিক নয়।” আর এই মন্তব্যকে দেশবিরোধী আখ্যা দিয়ে টুইটার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় সিধুকে সোনি টিভি চ্যানেলের জনপ্রিয় কমেডি শো থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান অনেকে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এমনকি সিধুকে যদি সেখান থেকে সরানো না হয় তাহলে তাঁরা নিজেদের চ্যানেল বন্ধ করে দেবেন বলেও জানিয়ে দেন। আর এরপরই সেই চ্যানেল কর্তৃপক্ষের তরফে সেই শো থেকে সরিয়ে দেওয়া হয় সেই নভজ্যোত সিং সিধুকে। তবে কমেডি শো থেকে সিধুকে সরিয়ে দেওয়ার পরেও সোমবার সিধুর এই মন্তব্যকে ঘিরে পাঞ্জাব বিধানসভায় শিরোমণি অকালি দলের পক্ষ থেকে সেই সিধুকে উদ্দেশ্য করে তীব্র কটাক্ষ শানাতে দেখা যায়। সূত্রের খবর, এদিন বিধানসভার অধিবেশন শুরুর আগেই সিধুর পাকিস্তান সফরের কিছু ছবি বিধানসভার বাইরে পুড়িয়ে দিয়ে সিধুর বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় শিরোমণি অকালি দলের বিধায়কদের। আর বিধানসভার ভিতর অকালি দলের বিধায়ক বিক্রম সিং মাজিধিয়া সিধুর এহেন মন্তব্যের জন্য সেই প্রবল কটাক্ষ করেন। আর এতেই ক্ষুব্ধ হন সেই সিধু। শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। সব মিলিয়ে এবার কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গী হামলার ঘটনায় নভজ্যোত সিং সিধুর বিতর্কিত মন্তব্যকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ল সেই পাঞ্জাব বিধানসভাতেও। আপনার মতামত জানান -