এখন পড়ছেন
হোম > জাতীয় > শীঘ্রই হতে চলেছে মন্ত্রিসভার রদবদল ও সম্প্রসারণ, কোন কোন বাঙালি যেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়? জানুন বিস্তারিত

শীঘ্রই হতে চলেছে মন্ত্রিসভার রদবদল ও সম্প্রসারণ, কোন কোন বাঙালি যেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – খুব শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হতে চলেছে। করোনা সংক্রমনের কারণে দীর্ঘ সময় ধরে মন্ত্রিসভার রদবদল বা সম্প্রসারণ সম্ভব হয়নি। সম্প্রতি, দেশে করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা স্তিমিত হয়ে আসায়, এবার মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে একাধিক বৈঠক করেছেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জে পি নাড্ডা সহ একাধিক নেতৃত্বের সঙ্গে। রাজধানীর সর্বত্র মন্ত্রিসভার রদবদলের জল্পনা তীব্র হয়ে উঠেছে।

এবারে কেন্দ্রীয় মন্ত্রিসভাতে একাধিক বাঙালি মুখের স্থান পাওয়ার সম্ভাবনা বাড়ছে। বঙ্গ বিজেপির একাধিক সাংসদ এবার স্থান পেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। ইতিপূর্বে, রাজ্য বিজেপির দুই সাংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। কিন্তু এবার আরও বেশকিছু সাংসদের নাম উঠে আসতে শুরু করেছে। যাদের নাম নিয়ে জল্পনা চলছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এবার তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে। কারণ, আগামী নভেম্বর মাসে রাজ্য সভাপতি হিসেবে তাঁর মেয়াদ শেষ হয়ে যাবে। দলের নিয়ম অনুযায়ী, কোন ব্যক্তিকে দু’বারের বেশি রাজ্য সভাপতির পদে রাখা যায়না। তাই এবার তাঁকে রাজ্যের দায়িত্ব থেকে মুক্ত করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনার সম্ভাবনা রয়েছে। বিধানসভা নির্বাচনের ফলাফলের পর তাঁর বিরুদ্ধে অনেকে ক্ষোভ প্রকাশ করলেও, গত লোকসভা নির্বাচনে তাঁর নেতৃত্বে দলের অভূতপূর্ব উত্থান ঘটেছিল। সেদিকে নজর রেখে এবার তাঁকে বিশেষভাবে পুরস্কৃত করতে পারে দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেতে পারেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক। দক্ষ সাংগঠনিক নেতা হিসেবে তাঁর জনপ্রিয়তা যথেষ্ট। বিধানসভা নির্বাচনে ঘাসফুল ঝড়ের মধ্যেও কোচবিহারে তাঁর নেতৃত্বে আশাতীত জয়লাভ করেছে বিজেপি। আবার, লোকসভা নির্বাচনে তৃণমূলকে একেবারে পর্যুদস্ত করেছিলেন তিনি। তাই তাঁর কেন্দ্রীয় মন্ত্রিসভাতে যাবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

আবার, বিধানসভা নির্বাচনে মতুয়া অধ্যুষিত এলাকাগুলোতে আশানুরূপ ফল লাভ করতে পেরেছে বিজেপি। তাই মতুয়াদের মনজয়ের বিশেষ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কারণ, আগামী লোকসভা নির্বাচনে মতুয়াদের ভোটকে নিজেদের দিকে ধরে রাখার যথেষ্ট প্রয়োজন আছে বিজেপির। তাই বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় মন্ত্রিসভার আনার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনা হতে পারে বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রমুখদের। যদিও বিজেপির পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। তাই এ বিষয়ে নিশ্চিত ভাবে কোন কিছু বলা এখনই সম্ভব নয়। তবে, যেভাবে জল্পনা বাড়ছে, তাতে উল্লেখিত ব্যক্তিদের মন্ত্রিত্ব লাভের সম্ভবনা রয়েছে। আর বিধানসভা নির্বাচনে খারাপ ফলাফলের কারণে বাংলার ওপর বিশেষ গুরুত্ব দিতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এ কারণেই বাংলা থেকে মন্ত্রীর সংখ্যা বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!