এখন পড়ছেন
হোম > জাতীয় > শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম বরদাস্ত নয়, কলেজে ভর্তির জন্য কঠোর নিয়মাবলী জারি হল এই রাজ্যে

শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম বরদাস্ত নয়, কলেজে ভর্তির জন্য কঠোর নিয়মাবলী জারি হল এই রাজ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম আর কোনভাবেই বরদাস্ত করা হবে না। এবার কলেজ ছাত্রদের জন্য কঠোর বিধিনিষেধ জারি করল মধ্যপ্রদেশ সরকার। আগামী ১ লা আগস্ট থেকে মধ্যপ্রদেশে কলেজে ভর্তি শুরু হচ্ছে। জানা যাচ্ছে, সে রাজ্যে ১১ লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী কলেজে ভর্তির জন্য আবেদন জানাতে চলেছে। এবার কলেজে ভর্তি নিয়ে ৪৮ পৃষ্ঠার একটি কঠোর নিয়মাবলী প্রকাশ করেছে মধ্যপ্রদেশ সরকার। যেখানে জানানো হয়েছে যে, ফৌজদারি মামলায় অভিযুক্ত ছাত্র-ছাত্রীদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া যাবে না।

এ বিষয়ে মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে একটি নতুন নিয়ম বিধি প্রকাশ করা হয়েছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে, এই ধরনের ছাত্র-ছাত্রীদের কলেজে, বিশ্ববিদ্যালয় ভর্তি নেওয়া যাবে না। যারা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মী বা অন্যান্য ছাত্র- ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার, শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি ভাঙচুর করার অপরাধে যারা অপরাধী, তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নেওয়া যাবেনা। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, কলেজে ভর্তির সময় ছাত্র-ছাত্রীদের হলফনামা জমা দিতে হবে। যেখানে স্পষ্ট জানাতে হবে যে, তাদের বিরুদ্ধে কোনো কোন রাজ্যে কোন ফৌজদারি মামলা নেই। এভাবেই কলেজে ভর্তির জন্য কঠোর নিয়মাবলী জারি করেছে মধ্যপ্রদেশ সরকার।

এ প্রসঙ্গে মধ্যপ্রদেশের এক কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন যে, সমস্ত কলেজের প্রিন্সিপালদের ভর্তির সময় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে লিখিত ঘোষণাপত্র আদায় করার নির্দেশ দেয়া হয়েছে। এই ঘোষণাপত্রে স্পষ্ট উল্লেখিত থাকবে যে, দেশের কোন রাজ্যে তার নামে কোন মামলা নেই। এই কঠোর বিধিনিষেধের কারণ কি? এ প্রসঙ্গে অনেকে বলছেন যে, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনিয়ম, বিশৃঙ্খলতা দূর করতে এই ধরনের পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হওয়া থেকে রোখার কারণেও এই ধরনের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা। তবে একাধিক রাজনৈতিক দল এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকেও রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হলো। এ প্রসঙ্গে এবিভিপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, কলেজে ভর্তির এই নিয়ম বিধি বিচিত্র। এগুলো মানা যায় না। এবিভিপির রাজ্য সম্পাদক প্রবীর শর্মা জানিয়েছেন যে, এরফলে ছাত্র রাজনীতি শেষ হয়ে যাবে। এটি শিক্ষার অধিকার বিরোধী। এই নতুন নিয়ম অভিযুক্ত ছাত্রকে নির্দোষ প্রমাণ করে ভবিষ্যতে সুন্দর জীবনে ফিরে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করবে। আদালত রায় জানানোর আগে কি করে কলেজ কর্তৃপক্ষ একজন শিক্ষার্থীর ভাগ্য নির্ণয় করতে পারে?

কলেজে ভর্তির এই নিয়মাবলীতে প্রবল ক্ষুব্ধ বামপন্থী ছাত্র সংগঠন। এ প্রসঙ্গে এসএফআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আদর্শগত কারণে সরকারের বিরুদ্ধে আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে এই নিয়মাবলী কাজে লাগাবার সম্ভাবনা আছে। এসএফআইয়ের রাজ্য সম্পাদক অজয় তিওয়ারি এ প্রসঙ্গে জানালেন, প্রথমে কলেজে সরাসরি ছাত্র সংসদ নির্বাচন নিষিদ্ধ করা হয়েছে। এবার নতুন নিয়মাবলীর উদ্দেশ্যই হলো, সরকারবিরোধী প্রতিবাদে যোগদান করা থেকে ছাত্র-ছাত্রীদের বিরত করা। কৃষি আইন, মুদ্রাস্ফীতি ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল অনেকে। কিছু শিক্ষার্থীকে দাঙ্গা বাধানোর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। যার অর্থ শিক্ষার্থীদের প্রতিবাদ, বিরুদ্ধ মত প্রকাশের সাংবিধানিক অধিকার প্রয়োগ করা, সংবিধানস্বীকৃত শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হবে।

কংগ্রেস ছাত্র সংগঠনের পক্ষ থেকেও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এ প্রসঙ্গে কংগ্রেসের ছাত্রসংগঠন এনএসইউআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে কে, কলেজ থেকে ছাত্র নেতার উত্থান বন্ধ হয়ে যাবে এই ধরনের নিয়মবিধি চালু হলে। এভাবেই শিক্ষা প্রতিষ্ঠানে জারি হওয়া কঠোর নিয়ম নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেখা গেল একের পরে এক ছাত্র সংগঠনকে। একাধিক ছাত্র সংগঠনের প্রতিবাদে সদ্য জারি হওয়া নিয়ম বিধি শিথিল করা হয় কিনা? সেদিকেই দৃষ্টি থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!