এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নিজেদের ন্যায্য দাবি আদায়ে এবার বড়সড় আন্দোলনে যাচ্ছেন রাজ্যের শিক্ষাবন্ধুরা, সৌজন্যে শিক্ষাবন্ধু ঐক্য মঞ্চ

নিজেদের ন্যায্য দাবি আদায়ে এবার বড়সড় আন্দোলনে যাচ্ছেন রাজ্যের শিক্ষাবন্ধুরা, সৌজন্যে শিক্ষাবন্ধু ঐক্য মঞ্চ


১১ বছর হয়ে গেলেও এখনো বাড়েনি বেতন আর তাই বড়সড় আন্দোলনে যাচ্ছেন শিক্ষাবন্ধু ঐক্য মঞ্চ। জানা যাচ্ছে যে, বেতনের দাবিতে গতকাল প্রেসক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল শিক্ষাবন্ধু ঐক্য মঞ্চের তরফ থেকে আর সেখানেই এই নিয়ে আন্দোলনের ঘোষণা করেন তাঁরা।

শিক্ষাবন্ধু ঐক্য মঞ্চের ঘোষণা অনুযায়ী, ২৯ ডিসেম্বর ভুখা মিছিলের ডাক দেওয়া হয়েছে সংগঠনের তরফ থেকে আর সেই মিছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্তহবে বলেই জানানো হয়েছে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, শিক্ষাবন্ধুরা ২০০৭ সালে সর্বশিক্ষা মিশনের অঙ্গ হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। সে দীর্ঘ ১১ বছর পার হয়ে গেছে। অভিযোগ নিয়োগের সময় যা কাজ বলা হয়েছিল, তার থেকে অনেক বেশি ধরনের কাজ করতে হয় তাদের। সাথে দিনের পর দিন কাজের পরিমান বেড়েই চলেছে। আর এদিকে কাজ বাড়লেও বাড়েনি বেতন। আর এই মল্যবৃদ্ধির বাজারে ওই কম বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন শিক্ষাবন্ধুরা। যে কারণে নবান্নে এই নিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠিও পাঠানো হয়েছিল সংগঠনের তরফ থেকে কিন্তু কোনো উত্তর মেলেনি বলেই দাবি শিক্ষাবন্ধুদের। আর তাই চুপ করে না থেকে এবার এই ভুখা মিছিলের ডাক দিলো সংগঠনটি।

জানা যাচ্ছে এদিনের কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সর্বশিক্ষা মিশনের অধীন শিক্ষাবন্ধুরা, এছাড়া বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ মীরাতুন নাহার, অম্বিকেশ মহাপাত্র, শাশ্বতী ঘোষ, লেখিকা বোলান গঙ্গোপাধ্যায়, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় প্রমুখ সমাজের বিশিষ্ট মানুষজন।

এদিন এই নিয়ে শিক্ষাবন্ধুদের পাশে দাঁড়িয়ে মিরাতুন নাহার বলেন, “আমাদের যে সরকার এখন চলছে, তাদের মনে যে বিবেক বস্তুটা থাকে সেটাকে তারা উড়িয়ে দিয়েছে।” বোলান গঙ্গোপাধ্যায় বলেন, “পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েটরা পরিবারের দিকে তাকিয়ে নামমাত্র পয়সায় কাজ করতে বাধ্য হয়।”

জানা যাচ্ছে যে, কয়েকদফা দাবিতে শিক্ষাবন্ধু ঐক্য মঞ্চ আগামী ২৯ ডিসেম্বর ভুখা মিছিলের ডাক দিয়েছে। সেগুলি হলো – সম কাজে সম বেতন নীতি, শিক্ষাবন্ধুদের সঠিক পদমর্যাদা, অবসরের বয়েস ৬৫,কেননা তাদের নিয়োগের সময় বয়েস ছিল ৩০-৬০। নূন্যতম পাঁচ লক্ষটাকা গ্র্যাচুইটি , কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারের একজনকে চাকরি দিতে হবে।
জানা যাচ্ছে যে মিছিল শেষে রাজ্যপালের কাছে স্বারকলিপিও পেশ করা হবে। শুধু তাই নয় এদিন শিক্ষাবন্ধু ঐক্য মঞ্চের তরফ থেকে জানানো হয় যে, যদি বেতন মা বাড়ে তাহলে তাঁরা স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নেবেন। আর তা জানিয়ে রষ্ট্রপতির কাছেও চিঠি পাঠাবেন।

নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, মিড ডে মিলের তদারকি, প্রাথমিক ও উচ্চপ্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ দান, শিক্ষা দফতরের বিভিন্ন নথি সংগ্রহ সব কাজ করতে হয়েই শিক্ষাবন্ধুদের কিন্তু তাতেও বেতন পান মাত্র ৫,৯৫৪ বা ৫,৪০০ টাকা যেখানে অন্য রাজ্যে এই কাজের জন্য ৪৬,০০০,৩৮,০০০।

তাদের আরো দাবি যে, এই বেতনের ৬৫% দে কেন্দ্র সরকার আর রাজ্য দেয় ৩৫% শিক্ষাবন্ধুদের দাবি কেন্দ্রের বরাদ্দ টাকা তো নয়ই , এমনকি রাজ্যের বরাদ্দ সব টাকাও পাননা তাঁরা। আর তাই রাজ্যের সমস্ত শিক্ষাবন্ধুদের এই মিছিলে যোগ দিয়ে নিজেদের দাবি আদায় করতে আহ্বান জানিয়েছে শিক্ষাবন্ধু ঐক্য মঞ্চ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!