এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শিক্ষাবন্ধুদের আন্দোলনে উত্তাল কলকাতা, রাজ্যপালের হস্তক্ষেপে সাময়িক বিরতি

শিক্ষাবন্ধুদের আন্দোলনে উত্তাল কলকাতা, রাজ্যপালের হস্তক্ষেপে সাময়িক বিরতি


বেতন বৃদ্ধির দাবিতে একের পর এক শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের অবস্থানে কার্যত নাভিশ্বাস উঠতে শুরু করেছে রাজ্য সরকারের। আর এবার সেই শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের অবস্থানেই বৃহস্পতিবার পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক ধস্তাধস্তিতে উত্তাল হয়ে উঠল এই রাজ্য।

সূত্রের খবর, বৃহস্পতিবার শিক্ষা সহায়কদের বিকাশ ভবন অভিযান কর্মসূচি ছিল। অভিযোগ, উন্নয়ন ভবনের সামনেই তাঁদের আটকে দেওয়া হলে সেখানেই অবস্থান শুরু করেন এসএসকে এবং এমএসকে শিক্ষকরা। আর এরপরই সন্ধ্যায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছ থেকে আশ্বাস পেয়ে নিজেদের আন্দোলন প্রত্যাহার করে নেন তাঁরা।

জানা যায়, এদিন শিক্ষা সহায়করা করুণাময়ী থেকে মিছিল শুরু করে ময়ুখ ভবনের সামনে আসলে সেখানেই তাদের আটকে দেয় পুলিশ। আর এরপরই তারা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশের সঙ্গে তাদের চরম ধাক্কাধাক্কি শুরু হয়। পরে তাদের মধ্যে থেকে একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে দেখা করতে যায়। আর এরই মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা এই ব্যাপার নিয়ে যখন আলোচনা করছেন, ঠিক তখনই সেখানে সেই আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে আসেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এসে সেই প্রতিনিধি দলের অন্যতম সদস্য তাপস চক্রবর্তী বলেন, “আমরা শিক্ষামন্ত্রীর কাছে আমাদের সমস্ত দাবি জানিয়েছি। তিনি এক মাস সময় চেয়েছেন।” পাশাপাশি এদিনই রাজ্যপালের কাছে এই ব্যাপারে সমস্যা সমাধানের জন্য একটি প্রতিনিধিদল সেখানে নিয়ে যান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। আর আলোচনার পর রাজভবন থেকে বেরিয়ে তিনি বলেন, “এই সরকার 8 বছরে কোন কাজই করেনি। রাজ্যপালকে সমস্ত বিষয় জানিয়েছি। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।”

এদিকে শিক্ষামন্ত্রী ও রাজ্যপালের আশ্বাস পেয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসেন সেই শিক্ষা সহায়করা। অন্যদিকে এসএসকে এবং এমএসকে শিক্ষকরা অবস্থান আন্দোলন থেকে সরে যেতেই বিশাল পুলিশবাহিনী এসে তাদের অবস্থান আন্দোলন জোর করে উঠিয়ে দেয় বলে অভিযোগ করেন পার্শ্বশিক্ষক এবং শিক্ষাবন্ধুদের একাংশ।

এদিকে এদিন অনশন না তুললে রাজ্য আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সব মিলিয়ে এবার রাজ্যপালের হস্তক্ষেপে কিছুটা হলেও অবস্থান আন্দোলন থেকে সরে আসল শিক্ষা সহায়করা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!