শিক্ষারত্নের তালিকা প্রকাশিত হতে চলেছে সম্ভবত আজ , দেখে নিন রাজ্য August 28, 2018 রাজ্যে শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের শিক্ষারত্ন দিতে স্বজনপোষন ও রাজনৈতিক আনুগত্যের কথা উল্লেখ করে বহুসময় অনিয়মের অভিযোগ তুলেছিলেন অনেকেই। আর সেই অভিযোগ যাতে আর না ওঠে সেইজন্য কিছুদিন আগেই মনোনয়ন বাতিল করে শিক্ষকদের নিজেদেরই এই ব্যাপারে আবেদন করার নির্দেশ দেয় শিক্ষাদপ্তর। সূত্রের খবর, এইবার এই নিয়মেও কিছুটা বদল আনা হয়েছিল শিক্ষকরা এই শিক্ষারত্ন পাওয়ার জন্য নিজেদের নামে আবেদন করার পর একটি সার্চ কমিটির সামনে গিয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নিলেই এই চূড়ান্ত পুরস্কার প্রাপকের তালিকা তৈরি করবে শিক্ষাদপ্তর এমনটা জানানো হয়েছিল। শিক্ষাদপ্তর সূত্রের খবর, এবারে মোট 121 জন শিক্ষক এই আবেদন করেছিলেন আজ সেই বহু প্রতীক্ষিত শিক্ষারত্নের তালিকা প্রকাশ করতে চলেছে শিক্ষা দফতর। আর কে কে পেলেন শিক্ষারত্ন জানতে চোখ রাখতে হবে নিচের লিংকে- http://www.wbsed.gov.in/wbsed/default.html আপনার মতামত জানান -