এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শিক্ষারত্ন পুরস্কারের জন্য নির্বাচিত হলেও পুরস্কার নিলেন না তৃনমূলের প্রভাবশালী শিক্ষক নেতা

শিক্ষারত্ন পুরস্কারের জন্য নির্বাচিত হলেও পুরস্কার নিলেন না তৃনমূলের প্রভাবশালী শিক্ষক নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ক্ষমতায় আসার পর থেকেই প্রতিবছর শিক্ষক দিবসের দিন প্রতিটি জেলার শিক্ষকদের বাছাই করে তাদের হাতে শিক্ষারত্ন পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার করোনা ভাইরাসের কারণে ঘটা করে শিক্ষকদের সংবর্ধনা দেওয়া সেই অনুষ্ঠান পালিত হয়নি। তবে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জেলায় জেলায় কাদেরকে শিক্ষারত্ন পুরস্কার তুলে দেওয়া হবে, তার তালিকা চূড়ান্ত করা হয়েছে।

জানা গেছে, বেশ কিছুদিন আগে নিয়ম মেনে সেই শিক্ষারত্ন পুরস্কার পাওয়ার জন্য আবেদন করেছিলেন তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের অন্যতম নেতা দিব্যেন্দু মুখোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই শেষ পর্যন্ত সরকারের তালিকায় শিক্ষারত্ন পুরস্কার পাওয়ার জন্য নির্বাচিত হন তিনি। কিন্তু এখন সেই দিব্যেন্দুবাবুই জানিয়ে দিচ্ছেন যে, তিনি এই শিক্ষারত্ন পুরস্কার নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নন। কিন্তু কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন?

যেখানে প্রতিটি শিক্ষক এই শিক্ষারত্ন পুরস্কার পাওয়ার দিকে তাকিয়ে থাকেন, সেখানে দিব্যেন্দু মুখোপাধ্যায়ের তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন তা থেকে পিছপা হলেন? এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। জানা যায়, এই দিব্যেন্দু মুখোপাধ্যায় হাওড়ার বালিটিকুরি মুক্তারাম হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি।

বর্তমানে শিক্ষারত্ন পুরস্কার প্রাপকের তালিকায় তার নাম থাকলেও, তিনি শিক্ষাসচিবকে একটি চিঠি লিখে জানিয়ে দিয়েছেন যে, তিনি তৃণমূলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাই সেই পদে থেকে তাঁর এই পুরস্কার গ্রহণ করা অনুচিত হবে। কিন্তু এখন নিজের পদের কথা বলে তিনি সেই পুরস্কার নেওয়ার ব্যাপারে যতই না করুন না কেন, এক সময় তো তিনি এই পুরস্কারের ব্যাপারে আবেদন করেছিলেন! তখন তার এইসব কথা মাথায় আসেনি কেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে দিব্যেন্দু মুখোপাধ্যায় বলেন, “এই পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ায় আমি খুবই আনন্দিত। কিন্তু এই পুরস্কার নেওয়ার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত নই। তাই শিক্ষারত্ন নিচ্ছি না। শিক্ষকতার পেশায় একজন শিক্ষকের মূল্যায়নের কোনো সুযোগ নেই‌। তাই আমি আবেদন করে দেখতে চাইছিলাম, আমি শিক্ষারত্ন পাওয়ার যোগ্য কিনা। দেখলাম আমাকে নির্বাচিত করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমার মনে হয়েছে দলের শিক্ষক সংগঠনের দায়িত্ব থেকে আমি এই পুরস্কার নিতে পারি না।”

আর এখানেই প্রশ্ন, দিব্যেন্দুবাবু এখন সেই পুরস্কার নিতে আপত্তি জানালেও তিনি যদি এইখানে আবেদন না করতেন, তাহলে অন্য কোনো শিক্ষক নিশ্চিত শিক্ষারত্ন প্রাপ্ত তালিকায় ঢুকতে পারতেন। তাহলে তিনি শুধুমাত্র পরখ করার জন্যই কেন এখানে আবেদন করলেন, তা নিয়ে সমালোচক মহলের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন। অনেকে আবার এটাও বলছেন, যদি আবেদন করেছেন এবং সেখানে নাম উঠেছে, তাহলে কেন তা গ্রহণ না করে নিজের ভাবমূর্তি ভালো করার চেষ্টা করছেন তৃণমূলের এই শিক্ষক নেতা!

এদিন এই প্রসঙ্গে দিব্যেন্দু মুখোপাধ্যায় বলেন, “কারা সমালোচনা করছেন জানি না। আমি শিক্ষারত্ন পাওয়ার একঘন্টার মধ্যেই পুরস্কারটি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চিঠিও পাঠিয়ে দিয়েছি।” সব মিলিয়ে শুধু মাত্র পরখ করবার জন্য শিক্ষা রত্নে আবেদন করে তালিকায় নাম থাকলেও, এবার সেই পুরস্কার না নেওয়ার কথা বলে রীতিমত মাস্টারস্ট্রোক দিলেন তৃণমূলের শিক্ষক নেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!