এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শিখতে হবে বিধানসভার আদব-কায়দা, ক্লাস চালু হচ্ছে নতুন তৃণমূল বিধায়কদের জন্য

শিখতে হবে বিধানসভার আদব-কায়দা, ক্লাস চালু হচ্ছে নতুন তৃণমূল বিধায়কদের জন্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 213 জন বিধায়ক নিয়ে বিধানসভায় প্রবেশ করেছে তৃণমূল। সেক্ষেত্রে পুরনো বিধায়কদের পাশাপাশি নতুন বিধায়করাও জায়গা পেয়েছেন এবার। তবে নবনির্বাচিত বিধায়কদের অনেকেরই বিধানসভার ভেতরের নিয়ম-কানুনের বিষয়ে বিশেষ কিছু জানা নেই বলেই মনে করা হচ্ছে। তাই এবার তৃণমূলের পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়কদের রীতিমতো ট্রেনিং দেওয়া হবে বলে খবর। অর্থাৎ পরিষদীয় রীতিনীতির প্রাথমিক শিক্ষা দেওয়া হবে তৃণমূলের পক্ষ থেকে।

শুক্রবার এ ব্যাপারে জানিয়ে দিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, শুক্রবার ছিল রাজ্যের বাজেট অধিবেশন। সেখানেই দলের সমস্ত বিধায়ক হাজির হয়েছিলেন। অধিবেশন শেষে পারিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, সোমবার বেলা বারোটার সময় নতুন বিধায়কদের নিয়ে নৌশার আলী কক্ষে বৈঠক হবে এবং সেখানে নবনির্বাচিত বিধায়কদের ক্লাস হবে। গতকালই ডেপুটি স্পিকার নির্বাচনের পর মুখ্যমন্ত্রীও তাঁর সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছেন, সেখানে নিয়মিত বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার কথা বলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি অভিজ্ঞ বিধায়কদের কাছে পরিষদীয় রীতিনীতি শেখার বিষয়ে ওয়াকিবহাল হওয়ার উপর মুখ্যমন্ত্রী জোর দিয়েছেন। আর মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্যের জেরেই এবার পরিশোধিত দলের পক্ষ থেকে নতুন বিধায়কদের বিধানসভার রীতিনীতি শেখাতে রীতিমতো পাঠ প্রদান পর্ব শুরু হতে চলেছে। জানা গিয়েছে, নতুন ক্লাসে অন্তত 43 জন বিধায়ককে যোগ দিতে বলা হয়েছে। যদিও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, নতুন বিধায়কদের সঙ্গে হাজির থাকবেন প্রবীণ ও অভিজ্ঞ বিধায়করাও।

সূত্রের খবর, সোমবার বিধানসভার অধিবেশনে শোক প্রস্তাব পাঠের পর এই অধিবেশন মুলতুবি হয়ে যাবে। এরপর বারোটা থেকে নতুন নতুন বিধায়কদের ক্লাস শুরু হবে বিধানসভার অলিন্দে। ইতিমধ্যেই এই নতুন ক্লাস নিয়ে কৌতুহল তুঙ্গে রাজনৈতিক মহলের। কারা ক্লাসে শিক্ষার্থী হবেন এবং কারা কারা শিক্ষকের ভূমিকায় থাকবেন তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা। তবে এক্ষেত্রে বড় ভূমিকা যে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিতে চলেছেন, সে ব্যাপারে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!