এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শিক্ষা,স্বাস্থ্য,কর্মসংস্থান সহ একাধিক দাবিতে বিধানসভায় সরব, সদ্য রাজনীতির অঙ্গনে আসা বিধায়ক

শিক্ষা,স্বাস্থ্য,কর্মসংস্থান সহ একাধিক দাবিতে বিধানসভায় সরব, সদ্য রাজনীতির অঙ্গনে আসা বিধায়ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে জোট বদ্ধ ভাবে লড়াই করে বড়সড় ধাক্কা দেয়ার পরিকল্পনা করেছিল বাম-কংগ্রেস ও আইএসএফ দলের। তবে, বাম-কংগ্রেস কোনো প্রতিনিধি পাঠাতে পারেনি বিধানসভায়। একমাত্র একজন প্রতিনিধিকে পাঠাতে পেরেছে বিধানসভায় আইএসএফ। যিনি হলেন ভাঙ্গড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ত্রিদলীয় জোটের তিনিই একমাত্র বিধায়ক। গতকাল বিধানসভাতে তাঁর প্রথম বাজেট অধিবেশনে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সহ একাধিক দাবিতে সরব হলেন তিনি।

বিধানসভার বাজেট অধিবেশনে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তাঁর বিধানসভা কেন্দ্র ভাঙ্গড় এলাকায় কলেজ, সুপারস্পেশালিটি হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন। বাজেটে যে দেড় কোটি কর্মসংস্থানের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কর্মসংস্থানের বাস্তবায়নে জোর দেওয়ার কথা বলেছেন তিনি। তিনি জানিয়েছেন, রাজ্যের ঐক্যকে তিনি ধরে রাখতে চান। বিধানসভায় তিনি জানিয়েছেন, বিধায়ক হবার পর তাঁকেও আক্রান্ত হতে হয়েছিল। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিধানসভায় তিনি প্রতিবাদ জানিয়েছেন। তাঁর এলাকায় একাধিক সংঘর্ষের কথা বিধানসভায় উল্লেখ করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে যাতে স্বচ্ছতা থাকে, তার দাবি করেছেন তিনি। বিধানসভায় তিনি ভাঙ্গড়ের জন্য একাধিক উন্নয়নমূলক কাজের দাবি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, সরকারের তিনি গঠনমূলক সমালোচনা করবেন। সেই সঙ্গে উন্নয়নের জন্য সরকারকে যথাযথ সহায়তা করবেন তিনি। আবার, গতকাল তিনি জানিয়েছেন যে, রাজ্য ভাগের গভীর চক্রান্ত করা হচ্ছে। এই চক্রান্তের বিরুদ্ধে তাঁরা লড়াই করবেন। বাংলার সম্পূর্ণ ঐক্য ধরে রাখতে হবে। এছাড়া রেড ভলেন্টিয়ার্স নিয়েও বক্তব্য রেখেছেন তিনি। বিধানসভায় সিপিএমের ছাত্র, যুব সংগঠনের ভূয়শী প্রশংসা করেছেন তিনি। করোনা সংক্রমনের সময়ে রেড ভলেন্টিয়ার্স এর অবদানের কথা তুলে ধরেছেন তিনি বিধানসভায়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, শুধুমাত্র আইএসএফের বিধায়ক হিসেবেই নয়, নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক হিসেবে তুলে ধরতে চেয়েছেন ভাঙ্গড় এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবারে বিধানসভায় কোনো প্রতিনিধি পাঠাতে পারে নি বাম ও কংগ্রেস শিবির। দুই শিবিরের এই অভাব পূরণ করতে বিশেষ ভূমিকা নিতে পারেন তিনি। নিজেকে করে তুলতে পারেন সিপিএম ও কংগ্রেস প্রতিনিধিদের মুখ, এমনটাই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!