এখন পড়ছেন
হোম > জাতীয় > “শিক্ষা থেকে শুরু করে সরকারি চাকরি সবকিছু থেকেই মুসলিমরা বঞ্চিত হয়েছেন” – অভিযোগ মিম প্রধানের

“শিক্ষা থেকে শুরু করে সরকারি চাকরি সবকিছু থেকেই মুসলিমরা বঞ্চিত হয়েছেন” – অভিযোগ মিম প্রধানের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রীর সাধের সংখ্যালঘু ভোটব্যাংকে বড়সর আঘাত হানতে পারে এআইএমআইএম ও আইএসএফ। এই আশঙ্কা থেকেই মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ও আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকী বারবার মুখ্যমন্ত্রীর কটাক্ষের বলি হয়েছেন। এই পরিস্থিতিতে, এবার মুখ্যমন্ত্রীকে একাধিক অভিযোগে দুষলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি অভিযোগ করেছেন, শিক্ষা থেকে শুরু করে, সরকারি চাকরি সমস্ত কিছুতে রাজ্যের মুসলমানদের বঞ্চিত রাখা হয়েছে।

মিম প্রধান অভিযোগ করেছেন, শিক্ষা থেকে শুরু করে সরকারি চাকরি সমস্ত কিছুতে মুসলমান সমাজকে বঞ্চিত করে রাখা হয়েছে। বাংলায় সাম্প্রদায়িকতাকে জায়গা করে দিয়ে, বাংলার মুসলিমদেরকে বলির পাঠা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ব্যর্থতার কারণেই বঞ্চিত হচ্ছেন রাজ্যের মুসলমানেরা। তিনি জানান, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার মধ্যে ২৭ শতাংশ হলো মুসলমান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর অভিযোগ, রাজ্যের মুসলমানদের মধ্যে মাত্র ৬ শতাংশ সরকারি চাকরির সুযোগ পেয়েছেন। আর মাত্র ১১ শতাংশ মুসলিম ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। গ্রামের মুসলমানদের ৮০ % ৫ হাজার টাকার কম রোজগার করেন। রাজ্যে সংখ্যালঘুদের এই অবস্থার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বাম সরকারকেও দায়ী করেছেন আসাদউদ্দিন ওয়াইসি।

আসাদউদ্দিন ওয়াইসি অভিযোগ করেছেন, ৩০ বছর সময় ধরে বাংলার মানুষকে বাম সরকার বঞ্চিত করেছে। এরপর তৃণমূল এসেও কিছু করতে পারে নি। বিজেপি এলেও কিছু করবে না। তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি সত্যিই মুসলমানদের জন্য কিছু করে থাকেন, তাহলে কেন তিনি মুসলিম ভোট ভাগাভাগি হবার ভয় পাচ্ছেন?

এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি জানালেন, রাজ্যের মুসলমানদেরকে হিন্দুত্ব থেকে রক্ষা করার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর ভোট কুশলী প্রশান্ত কিশোর নিজেই স্বীকার করে নিয়েছেন যে, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্বকে প্রাধান্য দিয়েছেন? এভাবেই মুসলমান সমাজের পিছিয়ে পড়ার কারণ হিসেবে মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!