এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের মন্ত্রী ঘনিষ্ঠ ৩৫ জন উর্দু শিক্ষক হঠাৎ করে নিয়োগ? বিস্ফোরক অভিযোগে ঝড় রাজ্য জুড়ে!

তৃণমূলের মন্ত্রী ঘনিষ্ঠ ৩৫ জন উর্দু শিক্ষক হঠাৎ করে নিয়োগ? বিস্ফোরক অভিযোগে ঝড় রাজ্য জুড়ে!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য জুড়ে যখন শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে তখন হঠাৎ করে উর্দূ শিক্ষক নিয়োগ নিয়ে সন্দেহের তীর উঠেছে তৃণমূলের দিকে। বস্তুত, এতদিন ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বহুবার সোচ্চার হতে দেখা গেছে চাকরিপ্রার্থীদের। সেখানে এই প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করতেও ছাড়েনি বিরোধীরা।

তবে সম্প্রতি জানা গেছে, মঙ্গলবার উত্তর দিনাজপুর প্রাথমিক শিক্ষা সংসদ থেকে জেলার ৩৫ জনকে উর্দু মাধ্যমের শিক্ষকের নিয়োগপত্র দেওয়া হয়েছে। আর এখানেই বিরোধীদের মধ্যে জল্পনা শুরু হয়েছে যে, এই কাজের পিছনে নিশ্চয়ই রাজনৈতিক কোনো সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক ছড়িয়েছে বলেও জানা গেছে।

বিরোধীদের কথায়, হঠাৎ করে রাজ্যে কিভাবে কিসের ভিত্তিতে এই নিয়োগপত্র ছেড়েছে, তার জবাব দিতে হবে। যদিও জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দাবি করেছে যে, সংরক্ষণের গেরোয় এতদিন নিয়োগে জট ছিল। কিন্তু তা কেটে যাওয়ায় এখন নিয়ম মেনেই নিয়োগপত্র দেওয়া হয়েছে বলেও জানান হয়েছে। অন্যদিকে, তৃণমূলের মন্ত্রীর তরফে জানানো হয়েছে যে, বিরোধীদের এই অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

অন্যদিকে, জেলা প্রশাসন সূত্রে খবর, এ দিন মোট ৩৫ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে গোয়ালপোখর সার্কেলে ২৩ জন, চাকুলিয়ায় ৪জন, ইসলামপুরে ৫জন এবং করণদিঘিতে তিন জন। এই প্রসঙ্গে জেলা স্কুল পরিদর্শক তথা প্রাথমিক শিক্ষা সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, ২০১৪ সালে টেট পাশের পর রোস্টারে সংরক্ষণ নিয়ে জটিলতার জেরে এতদিন

তাই নিয়োগপত্র ছাড়া যায়নি বলেই জানিয়েছেন তিনি। তবে বর্তমানে সেই সমস্যা মিটে যাওয়ায় রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদের প্যানেল মেনেই এই নিয়োগপত্র দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন তিনি। যদিও এই নিয়োগ প্রসঙ্গে চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রমজ তথা ভিক্টরের দাবি,২০১৪ সালের পরীক্ষায় যারা পাশ করেছিল, হাইকোর্ট তাদের ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর কথায়, সেই তালিকায় ছিল ১০৫ জন। কিন্ত সেখানে গোলাম রব্বানির অনুগামীদের ৩৫ জনকেই শুধু নিয়োগপত্র দেওয়া হয়েছে। তাই এই ঘটনার পিছনে আর্থিক লেনদেনের ব্যাপার রয়েছে বলেই মনে করছেন তিনি। তাই এই তালিকায় থাকা বাকি পাশ করা ব্যক্তিদেরও নিয়োগের দাবি জানিয়েছেন তিনি।

সেইসঙ্গে এই বিষয়টি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও জানিয়েছেন বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে, এতদিন পরে নিয়োগ নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে গোয়ালপোখরের কংগ্রেস নেতা মহম্মদ নাসিম আখতারকে। অন্যদিকে, বিজেপির জেলা সহ সভাপতির কথায়, এই নিয়োগ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলেই মনে করছেন তিনি।

অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসাদউদ্দিন ওইয়েসির দল মজলিশ-ই ইত্তেহাদুল- মুসলিম তথা মিম উত্তর দিনাজপুরের পড়শি রাজ্য বিহারে ভাল ফল করার পর, বিধানসভা নির্বাচনে নিজেদের জায়গা ধরে রাখা শাসকদলের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেখানে এই ঘটনা যথেষ্ট প্রভাব ফেলেছে রাজনৈতিক মহলেও।

বস্তুত, দেখতে গেলে এই ঘটনার প্রভাব ওই জেলার ইসলামপুর মহকুমাতে পড়েছে বলেই মত বিশ্লেষকদের। অন্যদিকে ইতিমধ্যেই যেহেতু মিমের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষোভের আঁচ পাওয়া গিয়েছিল, সেখানে তাঁদের মতে, উর্দুভাষীদের ক্ষোভের সুযোগ যাতে মিম নিতে না পারে সে জন্যই তড়িঘড়ি এই নিয়োগ করেছে বলেই মত তাঁদের।।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

https://www.youtube.com/watch?v=VK6-PmfTutg

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!