এখন পড়ছেন
হোম > অন্যান্য > সামনেই ভোট, শিক্ষক নিয়োগে তৎপরতায় নয়া পদক্ষেপ রাজ্য সরকারের

সামনেই ভোট, শিক্ষক নিয়োগে তৎপরতায় নয়া পদক্ষেপ রাজ্য সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- ভোটের আগে রাজ্য সরকারের তরফে আবারও প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন পদক্ষেপ নিতে দেখা গেছে। যদিও এই মুহূর্তে টেট সংক্রান্ত একাধিক মামলা চলছে আদালতে, তবুও ইতিমধ্যেই অনেকের দাবি এই মামলার শুনানি শেষ হয়ে এসেছে। তাই রায় ঘোষণার জন্য আর বিশেষ বাকি নেই বলেই অনুমান করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই তা জনসমক্ষে আসার আশা রেখেছেন টেট পরীক্ষার্থী সংগঠনের একাংশ।

আর সেখানেই এই স্থগিতাদেশ উঠে গেলে রাজ্যে দ্রুত নিয়োগের কাজ সম্পন্ন করার কথা জানিয়েছে শিক্ষা দপ্তর। আর সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘোষণার পরই শিক্ষা দপ্তরে এই নিয়ে বিশেষ তৎপরতা শুরু হয়েছে বলেও জানা যায়। সেইসঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনরকম দেরি না হয় সেক্ষেত্রে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

যার কাউন্সিলিং অনলাইনে হবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। আর এই কাজের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান হয়েছে। সেই কমিটিতে এসএসসির দুই সর্বোচ্চ পদাধিকারী রয়েছেন। যাদের মধ্যে আছেন শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক, শিক্ষামন্ত্রী মনোনীত দুই প্রতিনিধি এবং শিক্ষা দপ্তরের আইন বিভাগের আধিকারিক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই কমিটি নিয়োগ সংক্রান্ত বিষয় তদারকি করবে এবং সেই অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগগুলিকে পরামর্শ দেবে। তথ্য সূত্র জানা গেছে, প্রস্তুতির চূড়ান্ত পর্বের কাজ চলছে। কোন কোন স্কুলে কি কি বিষয়ে শূন্যপদ রয়েছে সেই তালিকাও তৈরি করা হচ্ছে। যা পড়ে অনলাইনে দেওয়া হবে। সেইসঙ্গে সফল প্রার্থীদের তালিকার পাশাপাশি প্রকাশ করা হবে বলেও জানান হয়েছে।

জানা গেছে, প্রথমে এই সংক্রান্ত সুপারিশ মধ্যশিক্ষা পর্ষদের কাছে এসএসসির তরফে পাঠিয়ে দেওয়া হবে। এরপর সফল প্রার্থীরা পর্ষদ মারফত নিয়োগপত্র পাবেন। অন্যদিকে, এই বিষয়টি প্রকাশ্যে আসার পরই খুশির হাওয়া বইছে চাকরিপ্রার্থীদের মধ্যে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সহ-সভাপতি সুশান্ত ঘোষ এদিন জানিয়েছেন, নিয়োগ সংক্রান্ত ঘোষণার পর একটি ধোঁয়াশা তৈরি হয়েছিল যে কারা চাকরি পাবেন। তবে এখন সব মিলিয়ে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের কথাই নিয়োগ সংক্রান্ত ঘোষণায় ইঙ্গিত করা হয়েছিল বলেই মনে করছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!