এখন পড়ছেন
হোম > অন্যান্য > শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের জন্য সুংসবাদ, মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে এবার হল নিয়মের বদল

শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের জন্য সুংসবাদ, মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে এবার হল নিয়মের বদল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরে এ রাজ্যের শিক্ষক বদলি নিয়ে একটা জল্পনা চলছিল, পাশাপাশি একটা জটিলতাও ছিল। একইসাথে বদলি সংক্রান্ত ব্যাপক অসামঞ্জস্যতাও চোখে পড়েছিল। আর তাই নিয়ে রীতিমতো ক্ষোভ জমে উঠেছিল শিক্ষক-শিক্ষিকা মহলে। এই পরিস্থিতিতে এবার মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে বড়োসড়ো পরিবর্তন আনা হয়েছে বলে জানা যাচ্ছে। কার্যত এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এবার থেকে মিউচুয়াল ট্রান্সফার হতে গেলে পাঁচ বছরের স্কুল শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে বলে যে নিশ্চিত নিয়ম ছিল তার পরিবর্তন হয়েছে।

কার্যত 5 বছরের স্কুল শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলে মিউচুয়াল ট্রান্সফার করা যাবেনা- এরকম একটি নিয়ম লাগু করা হয় স্কুল শিক্ষক-শিক্ষিকাদের জন্য। আর তারপরেই এই নিয়ম রদ করার আবেদন নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দ্বারস্থ হয়েছিলেন শিক্ষক-শিক্ষিকারা। আর সেই নিয়ে ব্রাত্য বসু জানিয়ে দিলেন, এ ধরনের কোন বিধি-নিষেধ এবার থেকে আর থাকবেনা মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে। ইতিমধ্যেই শিক্ষক-শিক্ষিকাদের বদলি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে উৎসশ্রী চালু করা হয়েছে। কিন্তু শুরুতেই সেখানে লাগলো ধাক্কা। কার্যত একাধিক শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই উৎসশ্রীর মাধ্যমে আবেদন করতে গিয়ে জটিলতার শিকার হচ্ছেন বলে জানা যাচ্ছে।

সেক্ষেত্রেও সমস্যার দ্রুত নিষ্পত্তির জন্য শিক্ষা দপ্তরের কাছে তাঁরা আবেদন জানিয়েছেন। শিক্ষক-শিক্ষা কর্মীদের সূত্রে জানা যাচ্ছে, যে স্কুলের জন্য বদলির আবেদন করা হচ্ছে তার বাইরেও অন্যান্য স্কুলের শূন্যপদের তথ্য চলে আসছে। এ প্রসঙ্গে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার জানিয়েছেন, অনেক সময় পোর্টালে কোন একটি স্কুলের কোন বিষয়ে শূন্যপদ দেখালেও কার্যত যখন খোঁজ নেওয়া হচ্ছে সেই স্কুলে, তখন জানা যাচ্ছে স্কুলের কোন পদ খালি নেই। ফলস্বরুপ তাঁরা বিভ্রান্তির শিকার হচ্ছেন। এক্ষেত্রে শিক্ষকদের একাংশের দাবি, প্রতিটি স্কুলের শূন্যপদের আপডেট করতে হবে পোর্টালে তবে এই বিভ্রান্তি দূর হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বদলি সংক্রান্ত ব্যাপারেও পোর্টালে অসুবিধা থেকে যাচ্ছে। জানা যাচ্ছে, বদলির জন্য পোর্টালে নথি আপলোড করলে তারপরে আর কিছু দেখা যাচ্ছেনা। ফলে আবেদন করার পরের ধাপে কি হল তা নিয়ে থাকছে প্রশ্ন। অন্যদিকে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চন্দন গড়াই জানিয়েছেন, রাজ্য সরকারের তৈরি করা পোর্টাল উৎসশ্রীর মাধ্যমে বদলি শুরু হলেও সরকারি কোন বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি।

সেক্ষেত্রে সরকারি বিজ্ঞপ্তির দাবি জানানো হয়েছে। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, বিভিন্ন সমস্যার মধ্যে যেগুলি সমাধানযোগ্য, সেগুলির অতিশীঘ্র সমাধান করা হবে। অন্যদিকে তিনি জানান, সরকারী পোর্টাল উৎসশ্রীর যাবতীয় প্রযুক্তিগত সমস্যার সমাধান করা হয়েছে। সব মিলিয়ে বদলি সংক্রান্ত জটিলতা এখনো রয়ে গেছে। কার্যত রাজ্য সরকারের পোর্টালের মাধ্যমে কাজ যে বিশেষ হচ্ছে তা কিন্তু বলা যাচ্ছেনা। তবে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে নিয়মের বদল হওয়ায় বদলি সংক্রান্ত সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!