এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শিক্ষক দিবসের দিনেই শিক্ষক ইস্যুতে রাজ্যকে প্রবল তোপ রাজ্যপালের

শিক্ষক দিবসের দিনেই শিক্ষক ইস্যুতে রাজ্যকে প্রবল তোপ রাজ্যপালের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গে রাজ্য ও রাজ্যপাল সংঘাত কোনো নতুন ব্যাপার নয়। সাংবিধানিক দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের শিক্ষা ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। আজ শিক্ষক দিবসের দিনেই পার্শ্বশিক্ষক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে কটাক্ষ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ সকালে টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকর লিখেছেন যে,শিক্ষক দিবসে তিনি দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শ্রদ্ধা জানাচ্ছেন, এর সঙ্গে সঙ্গেই তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন সামাজিক উন্নয়নের মেরুদন্ডী হিসেবে শিক্ষক সম্প্রদায়কে। এরপরই তিনি লিখেছেন যে, পার্শ্বশিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষকদের ওপর অবিচার বন্ধ করার সময় এসেছে এবার। রাজ্যপালের এই টুইট তীব্র শোরগোল ফেলে দিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। তাঁর বিরুদ্ধে সস্তার রাজনীতি করার অভিযোগ করেছে তৃণমূল।

এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানালেন যে, রাজ্যপাল সস্তার রাজনীতি করছেন। আগে এক তারিখে শিক্ষকদের বেতন ও পেনশন দেয়া হতো না। সে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রিলিফ করেছে। বাম শাসনের সময়কার বহু সমস্যার সমাধান হয়েছে। বাড়ির কাছাকাছি শিক্ষকদের বদলির ব্যবস্থা করা হয়েছে। রাজ্যপালের বিরুদ্ধে কটাক্ষ করে তিনি জানালেন, বিজেপির মুখ একটা, মুখোশ একটা। রাজ্যপাল জগদীপ ধনকর হলেন বিজেপির মুখোশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!