এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শিক্ষক দিবসের দিনেও হবু শিক্ষকদের বিক্ষোভের মুখে রাজ্যের শিক্ষামন্ত্রী, অস্বস্তি শাসক শিবিরে

শিক্ষক দিবসের দিনেও হবু শিক্ষকদের বিক্ষোভের মুখে রাজ্যের শিক্ষামন্ত্রী, অস্বস্তি শাসক শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ শিক্ষক দিবসের দিনেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে প্রবল বিক্ষোভ দেখালেন রাজ্যের হবু শিক্ষকেরা। চাকরির দাবিতে ব্রাত্য বসুর বাড়ির সামনে এসএসসির যুব ছাত্র অধিকার মঞ্চের নবম ও দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকাভুক্ত কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিভাগের হবু শিক্ষক, শিক্ষিকারা প্রবল বিক্ষোভ দেখালেন। রাজ্য সরকারের বিরুদ্ধে তারা বঞ্চনার অভিযোগ করেছেন। তাঁরা অভিযোগ করেছেন বিকাশ ভবন বারবার তাদের সঙ্গে দ্বিচারিতা করেছে।

আজ শিক্ষক দিবসের দিনে পোস্টার, ব্যানার নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ দেখালেন প্রচুর হবু শিক্ষক-শিক্ষিকারা। তাঁরা অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী ২০১৬ সালে ঘোষণা করেছিলেন যে, কোনভাবেই তাদের সঙ্গে বঞ্চনা করা হবে না। কিন্তু বাস্তবে কর্মশিক্ষা ও শারীর শিক্ষার শিক্ষক-শিক্ষিকাদের সবদিক থেকে বঞ্চিত করা হয়েছে। বিকাশ ভবনে গিয়েও কোনো সুরাহা হয় নি। বিকাশ ভবন বারবার তাদের সঙ্গে দ্বিচারিতা করেছে বলেও, অভিযোগ করেছেন তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁরা অভিযোগ করেছেন যে, তাদেরকে আশ্বাস দেয়া হয়েছিল যে, নির্বাচন মিটে যাবার পর তাদেরকে নিযুক্ত করা হবে। কিন্তু এখন বলা হচ্ছে যে, ওপর থেকে নির্দেশ এলে তবে কাউন্সিলিং এর নোটিস দেয়া হবে তাদের। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করে গিয়েও তারা কেন বঞ্চিত হয়েছেন? প্রশ্ন তুলেছেন তারা। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের দাবি করেছেন তারা।

বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা আরও জানিয়েছেন যে, সরকার তাদের দাবি না মানার কারণে তাঁরা শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বাধ্য হয়ে বিক্ষোভ দেখিয়েছেন। শান্তিপূর্ণভাবেই তারা অংশগ্রহণ করেছিলেন। কিন্তু পুলিশ এসে জোর করে তাদের বিক্ষোভ তুলে নেওয়ার নির্দেশ দেয়। তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানিয়েছিলেন, কিন্তু পুলিশ তাদের কোনো কথা না শুনে তাদের আটক করে। যা থেকে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। তাঁরা অভিযোগ করেছেন যে, তাদের মধ্যে থেকে প্রায় ১০০ জন হবু শিক্ষক-শিক্ষিকাকে আটক করেছে পুলিশ। এভাবে শিক্ষক দিবসের দিনেও হবু শিক্ষকদের বিক্ষোভ অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!