এখন পড়ছেন
হোম > অন্যান্য > শিক্ষক নিয়োগে বিশেষ পদক্ষেপ রাজ্য সরকারের, ১৪ হাজারেও বেশি শুন্যপদে নিয়োগের সম্ভাবনা

শিক্ষক নিয়োগে বিশেষ পদক্ষেপ রাজ্য সরকারের, ১৪ হাজারেও বেশি শুন্যপদে নিয়োগের সম্ভাবনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের আগে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচনের পর এবার উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে জানানো হয়েছে যে, খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আগামীকাল উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউ এর তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনের আগে এরকম বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু নির্বাচনের কারণে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল।

আগামীকাল বিকেলে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হবে। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে দীর্ঘ সময় ধরে আইনি জটিলতা চলছে। ২০১৬ সাল থেকে এই নিয়োগ প্রক্রিয়া চলছে। তবে একাধিকবার দুর্নীতির অভিযোগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারেনি। গত বছর বেশ কিছু চাকরি প্রার্থী তালিকায় অস্বচ্ছতার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এরপর আদালতের পক্ষ থেকে নতুন করে ভেরিফিকেশনের নির্দেশ দেয়া হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর, আগামীকাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ইন্টারভিউর তালিকা প্রকাশ করা হবে। করোনা সংক্রমনের সময়ে রাজ্যের এই পদক্ষেপে উপকৃত হতে চলেছেন বহু আবেদনকারী। বেকার সমস্যার একটা বড়সড় সমাধানের সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে প্রায় ১৪,৩৩৯ টি শূন্যপদে পদে নিয়োগের সম্ভাবনা রয়েছে। এই শুন্য পদ আরও বাড়তে পারে। ইতিপূর্বে ২৪ হাজার ৭০৭ জনের একটি মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল।

আদালতের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছিল যে, ৪ ঠা জানুয়ারি ২০২১ থেকে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করতে হবে, ১০ই মের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে হবে, ৩১ সে জুলাই এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। তবে, নির্বাচন ও করোনা সংক্রমনের কারণে নিয়োগ প্রক্রিয়ায় বাধা আসে। এরপর আগামীকাল ২১ সে জুন ইন্টারভিউ দিতে পারবেন যারা, তাদের নামের তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!