এখন পড়ছেন
হোম > রাজ্য > স্বচ্ছ ভারত হোক বা নির্মল বাংলা, শিলিগুড়িতে মুখ্য খবরে পরছে শৌচাগার নির্মাণ!

স্বচ্ছ ভারত হোক বা নির্মল বাংলা, শিলিগুড়িতে মুখ্য খবরে পরছে শৌচাগার নির্মাণ!


প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত প্রকল্প নিয়ে গোটা ভারতবর্ষেই যথেষ্ট আলোচনা চলছে গত কয়েক বছর ধরেই। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার স্বচ্ছ ভারতের অনুরোধে প্রকল্প গ্রহণ করেছে মিশন নির্মল বাংলা। কিন্তু প্রকল্পের নাম যাই হোকনা কেন। মূলকথা শৌচাগার নির্মাণ। কিন্তু এনে শিলিগুড়িতে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে।

এদিন শিলিগুড়ি পুরসভার মেয়র সিপিএমের অশোক ভট্টাচার্য এক সাংবাদিক সম্মেলনে বলেন, “নির্মল বাংলা প্রকল্প পুরসভায় প্রাথমিক ভাবে মোট ৩০৬৯ টি তালিকা করা হয়েছিল। কিন্তু পরে তা বেড়ে ৪০৯৭ টি হয়।তাই কাউন্সিলররা নাম না পাঠানোই বিভিন্ন ওয়ার্ড থেকে উপভোক্তাদের মাত্র৩৭৬ টি নাম পাওয়া গেছে। এরা প্রত্যেকেই ১০০০ করে জমা দিয়েছেন। কাউন্সিলররা ওয়ার্ড থেকে ঠিক বললাম মতো নাম না পাঠানোই প্রকল্পের কাজ শুরু করা যায়নি।”

পুরসভা সূত্রে খবর, মিশন নির্মল বাংলা প্রকল্পে শৌচাগার নির্মাণের জন্য পুরসভা ৩ কোটি ২৭ লক্ষ টাকা পেয়েছে।এই প্রকল্পে উপভোক্তাকে দিতে হবে ১০০০ টাকা আর কেন্দ্র ও রাজ্য সরকার মিলে দেবে ৯৫০০ টাকা। গত এপ্রিল মাসে শিলিগুড়ি পৌরসভা ও ওই টাকা পেয়ে গেছে। কিন্তু কাউকে দায়িত্ব তার জন্য এখনো পর্যন্ত কাজ শুরু করতে পারেনি।

পুরসভার বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের রঞ্জন সরকার বলেন, “টাকা এসে পড়ে থাকে পৌরসভা এখনো কোনো কাজ করতে পারেনি। শিলিগুড়ির মানুষ এখনো খোলা জায়গায় মলত্যাগ করছে। মেয়র বলেছেন,’কাউন্সিলররা নাম দেননি’ কিন্তু যাদের নাম দেয়া হয়েছে তাদেরই বা শৌচাগার কোথায়?”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

শৌচালয় নিয়ে কাউন্সিলরদের ওপর ক্ষোভ প্রকাশ পাশাপাশি এদিন মেয়র জানান, পুরসভায় স্বাস্থ্য বিভাগে ৭৭ জন, গাড়ী চালক হিসেবে ৯ জন, এবং ১২০ জন সাফাই কর্মী গ্রুপ সি তে ২৪ জন লোক নেওয়া হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!