এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজীব কুমারকে জেরার জন্য শিলংকে বেছে নেওয়ার পর তথাগত রায়ের ট্যুইট- বার্তায় তীব্র জল্পনা শুরু

রাজীব কুমারকে জেরার জন্য শিলংকে বেছে নেওয়ার পর তথাগত রায়ের ট্যুইট- বার্তায় তীব্র জল্পনা শুরু

গত 3 ফেব্রুয়ারি কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার পর মেট্রো চ্যানেলে ধরনায় বসে পড়েন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয় কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত। আর এহেন একটা পরিস্থিতিতে দেশের শীর্ষ আদালতের নির্দেশে রাজীব কুমারকে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে বলে সেই জেরা পর্বের জন্য শিলংকে বেছে নেওয়া হয়।

আর শিলংয়ে রাজীব কুমারকে নিয়ে গিয়ে যখন জেরা করবার জন্য ব্যস্ত কেন্দ্রের তদন্তকারী সংস্থা, ঠিক তখনই উত্তর পূর্ব ভারতের পাহাড় ঘেরা রাজ্য মেঘালয়ের বর্তমান রাজ্যপাল তথাগত রায়ের এক ট্যুইটকে ঘিরেই ছড়ালো জল্পনা। প্রসঙ্গত উল্লেখ্য, এই তথাগত রায় বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি ছিলেন। আর পরবর্তীতে তিনি মেঘালয়ের রাজ্যপাল হন।

ফলে সেই মেঘালয়েরই রাজধানী শিলংয়ে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআই জেরার মুখে পড়তে হলে গত 5 তারিখে একটি পোস্টে তথাগত রায় লেখেন, “রাজীব কুমারকে সিবিআইয়ের প্রশ্ন করার জন্য জায়গা হিসেবে শিলংকে বেছে নিয়ে সুপ্রিম কোর্ট একেবারে সঠিক বাছাইয়ের পরিচয় দিয়েছে। এখানকার আবহাওয়া এখন দারুণ। খুব শীঘ্রই রডোডেনড্রন ফুল ফুটতে শুরু করবে। আমি নিশ্চিত সরকার সব পক্ষের জন্য আরামদায়ক জায়গার ব্যবস্থা করবে। পুবের স্কটল্যান্ডে সকলকে স্বাগত জানাই।” আর হঠাৎই তথাগত রায়ের এহেন পোস্টকে ঘিরেই এবার তীব্র জল্পনা ছড়িয়ে পড়েছে সর্বত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, মেঘালয়ের রাজ্যপাল হয়ে বাংলার ব্যাপারে তথাগত রায়ের এহেন মন্তব্য কোনো ছোটখাটো ইস্যু নয়। এর পেছনে কোনো গভীর মর্মার্থ রয়েছে। কেননা তথাগত রায়ের এই ট্যুইটে বেশ কয়েকটি শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যেমন “আরামদায়ক জায়গা” বলে তিনি নিজের পোস্টে একটি শব্দ উল্লেখ করেছেন। যা নিয়ে অনেকেই বলছেন, তাহলে কি আরামদায়ক জায়গা বলতে রাজীব কুমারের ব্যাপারে জল্পনাকে বৃদ্ধি করে দিয়েছেন তিনি?

আর এই প্রশ্নেই যখন জোর জল্পনা চলছে, ঠিক তখনই তথাগত রায়ের এহেন ট্যুইটের তীব্র সমালোচনা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার এবং রাজ্যের শাসক দলকে অপমানিত করতেই তিনি এহেন ট্যুইট করেছেন। তবে তৃণমূলের এহেন দাবিকে সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছেন সেই মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়।

এদিন তিনি বলেন, “আমি এখন দিল্লিতে আছি। আর ট্যুইট বার্তা নিয়ে হঠাৎ দুদিন পর কেন হইচই শুরু হল, আমি তো বুঝতে পারছি না। মেঘালয়ের রাজ্যপাল হিসেবে আমি স্বাভাবিক মনেই ওই বার্তা পোস্ট করেছি।” সব মিলিয়ে এবার শিলংয়ে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের জেরা পর্বের আগেই সেই মেঘালয়ের রাজ্যপাল তথা বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়ের ট্যুইটকে ঘিরেই তীব্র জল্পনা ছড়িয়ে পড়ল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!