ধারাবাহিক সীমারেখা-তে আসছে নতুন মোড় দেখে নিন কি বিনোদন July 26, 2018 জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক সীমারেখা আসছে নতুন মোর। জানা যাচ্ছে আগামী কয়েকটি পর্বে থাকবে টানটান উত্তেজনা। সীতাংশু গুহ রায় সম্পর্কে অনেক নতুন তথ্য উঠে আসবে সেখানে যা ইতিমধ্যেই টিয়া জেনে গেছে। হতে পারে শুধু সীমন্তিনী গুহ রায় নয় তার জীবনে আছে আর অন্য কেউ ও। কিন্তু কে? বা কি রহস্য সীতাংশুকে ঘিরে তা জানতে পৰ যাবে আগামী কয়েকটি পর্বেই। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। আপনার মতামত জানান -